কলকাতা, 25 ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের গ্রেফতারি জারি রয়েছে ৷ আর তারই মধ্যে কেন্দ্র ও রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে উৎসবের মরশুমে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোতেও আরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ বুধবার বড়দিন উপলক্ষে দিনভর পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্র সদন চত্বরে লোকজনের উপচে পড়া ভিড় ৷ আর গণ পরিবহণে এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মেট্রোতে ৷
এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোয় যাত্রী সুরক্ষার স্বার্থে নিরাপত্তা আরও কড়াকড়ি করছে কর্তৃপক্ষ ৷ কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর, দমদম, এসপ্লানেড, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ স্টেশনের পাঞ্চ গেটে আরপিএফ-এর সংখ্যা বাড়িয়েছে কর্তৃপক্ষ ৷ এছাড়াও, মেট্রোর স্টেশনগুলির প্রবেশদ্বারগুলিতে কলকাতা পুলিশের বাহিনীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে ৷
এর পাশাপাশি পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্লানেড মেট্রো স্টেশনে একটি স্পেশাল টিম রাখা হয়েছে ৷ যে কোনও আপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই স্পেশাল টিম কাজ করবে ৷ বড়দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সবচেয়ে বেশি ভিড় হয় ৷ সেই বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য কিউ ম্যানেজার, লাউড হেলার্স বা স্পিকার ও রোপ রাখা হয়েছে ৷ এছাড়াও যে কোনোরকম নাশকতামূলক ঘটনা না-ঘটে, তার জন্য তাই স্পেশাল চেকিং টিমও রাখা হয়েছে ৷ যারা কিছুক্ষণ অন্তর প্ল্যাটফর্মে টহল দেবেন ৷
মহিলা, বয়স্ক যাত্রী ও শিশুদের নিরাপত্তা বিশেষভাবে সুনিশ্চিত করতে পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়ন করা হয়েছে ৷ যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে ৷ কোনরকম জরুরি পরিস্থিতির তৈরি হলে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁরা ৷ সেই জন্য মেট্রো ভবনের কন্ট্রোলরুম থেকে নজরদারি চালানো হবে ৷ বুধবার রাত পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পরিষেবা চালু থাকবে, ততক্ষণ মেট্রো উচ্চপদস্থ আধিকারিকরা কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন এবং প্রতিটি মুহূর্তের উপরে নজর রাখবেন ৷ এছাড়া আরও একটি স্পেশাল টিম মোতায়ন থাকবে পার্ক স্ট্রিটে ৷ এই টিমে একজন আধিকারিক এবং চারজন মেট্রো কর্মী থাকবেন ৷