সিমলা, 29 ফেব্রুয়ারি: রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ বৃহস্পতিবার সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক ডিকে শিবকুমার ৷ এরপরই তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিংভির হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ৷
একই সঙ্গে, শিবকুমার আরও জানান, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সুখবিন্দর, দলের বিধায়ক এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের সঙ্গেও কথা বলেছেন ৷ সব পক্ষের সঙ্গে কথা বলে সমস্ত মতপার্থক্য মিটিয়ে দেওয়া হয়েছে বলেও এদিন দাবি করেছেন শিবকুমার। বৃহস্পতিবার দলের পর্যবেক্ষক ভূপিন্দর হুডা, সুখবিন্দর সুখুকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিকে শিবকুমার ৷ সেখানেই তিনি জানান, কংগ্রেস বিধায়কদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন শিবকুমাররা ৷ মুখ্যমন্ত্রী সুখু এবং রাজ্য কংগ্রেসের সভাপতি প্রতিভা সিংয়ের সঙ্গেও তাঁরা আলোচনা করেন ৷ এরপরে, শিবকুমারদের দাবি, রাজ্যে দলের অন্দরে যে মতপার্থক্য ছিল, তা দূর হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, "অভ্যন্তরীণ সব বিষয় সমাধানের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোনও নেতা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে যাবেন না।" উল্লেখ্য, হিমাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছিল রাজ্যসভা নির্বাচনে ছয়জন কংগ্রেস বিধায়কের ক্রস-ভোটিংয়ের মাধ্যমে।