বর্ধমান, 13 মে: বরাবরই তিনি বিতর্কিত! মুখ খুললেই বিতর্কে জড়িয়ে পড়েন ৷ তবুও নিজের অবস্থান থেকে নড়তে দেখা যায় না তাঁকে ৷ ভোটের দিনও সেই অবস্থানেই দেখা গেল দিলীপ ঘোষকে ৷ তাঁর গাড়ি ঘিরে চলল বিক্ষোভ, পর পর দুই জায়গায় ভাঙা হল তাঁর কনভয়ে থাকা দুটি গাড়ি ৷ আহত হলেন তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ আর এই সবকিছু দেখে দিলীপ বললেন, "এর শেষ দেখে ছাড়ব ৷"
সোমবার চতুর্থ দফার ভোটের দিন প্রায় সকলেরই চোখ ছিল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দিকে ৷ যেখানে হেবিওয়েট দুই প্রার্থী হলেন তৃণমূলের কীর্তি আজাদ আর প্রতিপক্ষ বিজেপির দিলীপ ঘোষ ৷ সকাল থেকে সেভাবে এই কেন্দ্র থেকে বড় অশান্তির খবর না এলেও, বেলা গড়াতেই বদলে যায় পরিবেশ ৷ মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয় ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তৃণমূল-বিজেপি মারামারিতে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের কপিবাগান এলাকা। দেদার ইট বৃষ্টিও চলে ঘটনাস্থলে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা ৷ পালটা তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় দিলীপ ঘোষকেও ৷ কোনও ভাবেই এলাকায় দিলীপের কনভয় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দিতে শোনা যায় তৃণমূল কর্মীদের ৷
এরপরই তৃণমূল কর্মীদের ইট বৃষ্টির পালটা লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ দু'পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজনের মাথাও ফাটে। দিলীপ ঘোষের গাড়িতে পালটা হামলা চালানোর অভিযোগ ওঠে। কোনও রকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, ইটের আঘাতে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মাথাও ফেটে যায়।
এদিন মন্তেশ্বর থেকে আসার পরে দিলীপ ঘোষ বর্ধমানের কপিবাগান এলাকায় যান। অভিযোগ, দিলীপ ঘোষ সেখানে ঢুকতেই শুরু হয় গো-ব্যাক স্লোগান। এরপরেই দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাই হামলা চালিয়েছে। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা কোনও রকমে দিলীপ ঘোষকে নিয়ে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। ইটের আঘাতে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী-সহ তিন চারজনের মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে।