দার্জিলিং, 22 মার্চ:"বিজেপির ডবল ইঞ্জিন চাই না । পাহাড়ে চারটি ইঞ্জিনে উন্নয়ন হবে ।" শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামা । প্রাক্তন রাজ্য সরকারের এই আমলাকে পাহাড়ে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল । তাঁকে সর্বশক্তি দিয়ে সমর্থন করছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । পাহাড় থেকে সমতল, সমানতালে প্রচার চালাচ্ছেন গোপাল লামা । 28 মার্চ মনোনয়ন জমা দেবেন তিনি । পাহাড়ে তাঁর হয়ে প্রচার করছে বিজিপিএম । আর সমতলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস ৷
শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে এক হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন গোপাল লামা । এরপর শিলিগুড়ি পৌরনিগমের 8, 9, 10, 11-সহ একাধিক ওয়ার্ডে প্রচার সারেন তিনি । তাঁর সঙ্গে প্রচারে পা মেলাতে দেখা যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ অন্যান্যদের ৷
এদিন প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল লামা বলেন, "আমরা এমনিতেই অনেক এগিয়ে আছি । পাহাড়ের উন্নয়নে বিজেপির ডবল ইঞ্জিনের প্রয়োজন নেই । আমাদের চারটি ইঞ্জিন কাজ করছে । প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি । পাহাড়ের উন্নয়নে কেন্দ্রের কোনও ভূমিকা নেই । তারা পাহাড়কে পাত্তা দেয় না । পাহাড় ও সমতলে আগে আমি কাজ করেছি । আর সেই অভিজ্ঞতাকেই আমরা কাজে লাগাব ।"