পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূল কংগ্রেস 'ভিখারির দল', মমতাকে পালটা দিলেন দিলীপ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dilip Ghosh: 100 দিনের টাকা নিয়ে উত্তরবঙ্গ থেকে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মন্তব্যের পালটা দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ ৷ মমতার দলকে 'ভিখারি' বলে কটাক্ষ করেছেন তিনি ৷

Dilip Ghosh
Dilip Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 4:28 PM IST

মমতাকে আক্রমণ দিলীপের

দুর্গাপুর, 13 এপ্রিল: তৃণমূলকে নিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "ভিখারির দল, বাংলাকে ভিখারি বানিয়ে দিল ৷ শনিবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারাতে বৈশাখী উৎসবে যোগ দিতে এসেছিলেন দিলীপ ৷ প্রার্থনা সেরে শেখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও কথা বললেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী ।

উত্তরবঙ্গের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিজেপিকে নিশানা করেছেন ৷ তিনি বলেছেন, "100 দিনের কাজ ভাওতা ছিল । আমরা 100 দিনের টাকা দিয়েছি, কর্মশ্রী প্রকল্প শুরু করেছি ।" এই প্রসঙ্গে দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ পালটা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, "কান্নাকাটি করছেন কেন । আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেব । দিয়েছেন ? যেই একবার মোদি বললেন রেশন বন্ধ করে দেব তখন সেই কান্নাকাটি শুরু করলেন । দিল্লিতে গিয়ে সাংসদরা ধরনা দিয়ে বলছেন রেশন বন্ধ করবেন না । না খেতে পেয়ে মরে যাব ।"

রাজ্য সরকারের তরফ থেকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয় । এই বিষয়ে দিলীপ বলেন, "কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে কবে রাজ্য শুরু হয়েছে তা নিয়ে কিছু তালমিল আছে কী । সব কাজই ওদের উলটো পালটা । বাঙালি ওদের সঙ্গে নেই সেজন্য বিহার, গুজরাত থেকে ওদের প্রার্থী আনতে হচ্ছে । পয়লা বৈশাখের ইতিহাস কী, পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কী, সেইসবের সঙ্গে কিছু যায় আসে না । কিছু একটা করে বলতে হবে, মা নেই বাপ নেই, চলে যাচ্ছে ।"

চৈত্র সংক্রান্তির দিনেই বিজেপির চরিত্র সংক্রান্তি হয়ে যাবে বাংলা থেকে । এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷ মমতাকে পালটা দিলীপ ঘোষ বলেন, "পাগল হয়ে গেলে অনেক কিছু বলে । ওইসবে আমরা গুরুত্ব দিই না । বাংলার মানুষই ওদেরকে এবার বিসর্জন দেবে ।"

আরও পড়ুন:

  1. 'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার
  2. 'বাংলা জঙ্গিদের মামার বাড়ি', বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মমতাকে কটাক্ষ দিলীপের
  3. 'মুখোমুখি বসো', সিএএ-এনআরসি ইস্যুতে মোদি-শাহকে চ্যালেঞ্জ মমতার

ABOUT THE AUTHOR

...view details