রাউরকেলা, 7 ফেব্রুয়ারি: রাউরকেলার বেদব্যাস মন্দিরে পুজো দিয়ে ওড়িশায় দ্বিতীয় দিনের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ আর সেখানে গিয়েই বিজেডি ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷ এ দিন তাঁর সঙ্গে ছিলেন এআইসিসি ইনচার্জ অজয় কুমার এবং ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি শরৎ পট্টনায়েক ।
বুধবার মন্দির দর্শনের পর রাহুল উদিতনগর থেকে মিছিলে পানপোশ চকের দিকে রওনা হন । সেখানে পানপোশ চকে জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বিজেডি সরকার এবং বিজেপিকে নিশানা করেন রাহিল । তিনি বলেছেন, "ওড়িশায় নবীন পট্টনায়েক এবং নরেন্দ্র মোদি বিজেডি-বিজেপি পার্টনারশিপের সরকার চালাচ্ছেন । রাজ্যে অংশীদারিত্বের বিরুদ্ধে লড়ছে একমাত্র কংগ্রেস দল । ওড়িশা থেকে প্রায় 30 লক্ষ লোক কাজের জন্য অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এ দিকে, বাইরে থেকে 30 জন কোটিপতি রাজ্যের সম্পদ লুট করতে এসেছে । এখানে উপজাতি, দলিত ও অনগ্রসর শ্রেণি শোষিত হচ্ছে ।"
রানিবাঁধের বিরসা মুন্ডা মাঠে আজ মধ্যাহ্নভোজের বিরতি নেবেন রাহুল । বিকেলে কুটরা ও বড়গাঁওয়ে আরও দুটি জনসভা রয়েছে তাঁর ৷ এরপর তিনি রানিবাঁধ থেকে আবার যাত্রা শুরু করবেন এবং রাজগঞ্জপুরে জনসভায় ভাষণ দেবেন । তিনি সুন্দরগড় শহরে বাসস্ট্যান্ড চক থেকে এসবিআই চক পর্যন্ত আরও 1 কিলোমিটার পদযাত্রা করবেন । এর পরে আরও একটি জনসভা করে তিনি ঝাড়সুগুড়ার আমলিপালি মাঠে রাত্রিবাস করবেন ৷