কলকাতা, 15 এপ্রিল:ভোটের ময়দানে দেওয়াল লিখন স্লোগান কিংবা প্রচারের নানা কৌশল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই চলে। যার মধ্যে অন্যতম হাতিয়ার হল গান। এবারের লোকসভা নির্বাচনেও সেই গানের লড়াই অব্যাহত । 'প্যারোডি' দিয়েই রাজ্যের শাসক-বিরোধীদের 'কাবু' করতে চাইছে বঙ্গের বামেরা । এবার তাই হিন্দি সিনেমা অ্যানিম্যাল খ্যাত 'জামাল কুদু' গানের সুরে তৃণমূল-বিজেপির কড়া সমালোচনা করল সিপিএম । একই সঙ্গে বামেদের গানের মাধ্যমে সাধারণ মানুষের 'হক রুজি রুটি'র কথা তুলে ধরতে চেয়েছেন শিল্পীরা।
'প্যারোডি' তৈরিতে কাজ করা শিল্পীদের কথায়, "প্রতিবাদের কথা, হকের কথা বলতেই গান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ।" রবিবার রাতে অফিসিয়ালে বামেদের এই গান প্রকাশ করা হয়েছে । যে গানে রাজ্যের চাকরি চুরি, কয়লা চুরির বিরুদ্ধে জোরাল আওয়াজ-সহ লুঠের খতিয়ানের কথা বলা হয়েছে । 'অভিযুক্তরা' রাজনৈতিক দল বদল করলে 'তদন্ত স্থগিত' হয়ে যাওয়ার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বামেরা । ঠিক তেমনই সিন্ডিকেট রাজের কারণে অবৈধ বেআইনি হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে । যার অন্যতম ক্ষতি অবৈধ নির্মাণ ভেঙে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে । সেই সামগ্রিক বিষয় নিয়ে শিল্পীরাও মুখ খুলেছেন ।