কলকাতা, 13 মার্চ:কংগ্রেসকে ছাড়াই চলতি সপ্তাহে বামেদের প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট । বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমনটাই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর । বাম শরিক ও আইএসএফের সঙ্গে আলোচনা করেই চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীতালিকা প্রকাশ করার কথা ভাবা হচ্ছে । কিন্তু, তারপর বেশ কয়েকটি আসন নিয়ে বাম শরিকদের মধ্যে কাটাছেঁড়ার প্রয়োজন । তার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা । সেখানে বরাবর সিপিআই প্রার্থী দিয়ে থাকে । এবার সেখানে সিপিএম ক্ষেতমজুর সংগঠনের নেতা তথা সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে প্রার্থী করতে চায় আলিমুদ্দিন স্ট্রিট । একইভাবে দক্ষিণ 24 পরগনার জয়নগর আসনটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফকে দেওয়ার কথা ভাবা হচ্ছে ।
কংগ্রেসের তরফে কোনও সদুত্তর না পাওয়ায় দ্রুত প্রার্থীতালিকা ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে । আজকে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর বৃহস্পতিবার আবার বাম-শরিকদের সঙ্গে বসার কথা রয়েছে বলে জানা গিয়েছে । বুধবার বামফ্রন্টের বৈঠকে বিমান বসু নিজে আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআইয়ের কাছে প্রার্থীতালিকা ঘোষণা এবং আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তগ্রহণ করতে 24 ঘণ্টা সময় চান ।