পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপির বিরুদ্ধে 'কাকে' ভোট দেবেন ? স্পষ্ট করতে পারল না লিবারেশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CPIML about Election: বিধানসভার পর লোকসভা নির্বাচনেও কাকে ভোট দেবে দল, স্পষ্ট উত্তর নেই সিপিআইএম লিবারেশনের কাছে ৷

CPIML
সিপিআইএম লিবারেশন

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:19 PM IST

কলকাতা, 9 এপ্রিল: '21-এর বিধানসভা নির্বাচনের পর 2024 লোকসভা নির্বাচন । এবারও তৃণমূলের বিরুদ্ধে দলের কর্মী-সাধারণ ভোট দেবেন কি না, তা স্পষ্ট করতে পারল না সিপিআইএম লিবারেশন । দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য মঙ্গলবার বলেন, "সাধারণ মানুষকে বলব বিজেপিকে হারান । কিন্তু, বিজেপির বিরুদ্ধে কাকে ভোট দেবেন তা ব্যক্তিগত ব্যাপার । সেখানে 'ইন্ডিয়া' জোটসঙ্গী যে কোনও রাজনৈতিক দলকে ভোট দিতে পারেন । তৃণমূল হোক, কংগ্রেস হোক কিংবা সিপিএম।"

এ রাজ্যে বামফ্রন্ট শরিকরা চুরি-দুর্নীতি-তোলবাজির প্রশ্নে কিংবা সংসদীয় নির্বাচনী ব্যবস্থায় 'বিজেপি-তৃণমূল' বিরোধী । এমন কি, নির্বাচনী আসন সমঝোতা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসও একই অবস্থান নিয়েছে । কিন্তু, সিপিআইএম লিবারেশন সেই অবস্থানে যেতে পারল না । দ্বীপঙ্করের যুক্তি, "এ রাজ্যের সিপিএম, সিপিআই, কংগ্রেসের মতো তৃণমূলও ইন্ডিয়া জোটসঙ্গী ছিল । আছে । কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির সমাবেশে সিপিএমের ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজার সঙ্গে আমিও ছিলাম । ঠিক তেমনি, তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষও ছিলেন । ফলে, সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোট শরিক তৃণমূল রয়েছে । তাই, সেই জোটের শরিকদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারি না।"

রাজ্যের 42টি আসনের মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান লোকসভা আসনে দলের যুব নেতা সজল কুমার দে'কে প্রার্থী করেছে সিপিআইএম লিবারেশন ৷ রাজ্যের চাকরি প্রার্থী আন্দোলনের অন্যতম মুখ বলেই দাবি দলের । ফলে ওই কেন্দ্রে দলের কর্মী সমর্থকদের কাছে তাঁর হয়েই ভোট চায়বে লিবারেশন । কিন্তু বাকি 41টি আসনে তাঁরা বিজেপির বিরুদ্ধেই প্রচার চালাবে । দলের সাধারণ সম্পাদক বলেন, "গোটা রাজ্য জুড়ে আমরা নিজেদের মতো করে প্রচার চালাব । কোনও রাজনৈতিক দলের সঙ্গে যাব না । আমাদের বার্তা থাকবে, বিজেপিকে পরাজিত করুন।" বিজেপির বিরুদ্ধে কাকে ভোট হবে ? সেই প্রশ্নে তিনি বলেন, "সেটা সাধারণ মানুষকে ঠিক করতে হবে । আমরা কোনও নিৰ্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করব না । তবে ইন্ডিয়া জোটের পক্ষেই যাতে ভোট দেয় সকলে সেই আহ্বান করতে পারি ।"

রাজ্যে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে লিবারেশনের যুক্তি, "এ রাজ্যে ইন্ডিয়া জোট সঙ্গীরা আলাদা আলাদা লড়ছে । সে কারণেই আমরাও প্রার্থী দিয়েছি । 2021 সালে আমরা 24টি আসনে সিপিএমকে সমর্থন করেছিলাম । নিজেরা 14টি আসনে লড়েছিলাম । যদিও সিপিএম সেটাকে অ্যাকনলেজ করেনি । তাতে আমাদের সমস্যা নেই । তবে এবারের ভোটে আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছি না । এ রাজ্যে একটি কেন্দ্রে একা লড়ার সিধান্ত নিয়েছি।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details