মধ্যমগ্রাম, 12 এপ্রিল: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের 'খাসতালুক' মধ্যমগ্রামে এবার ভোটের জন্য দেওয়াল 'চুরি'র অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বিজেপির চুনকাম করা দেওয়াল মুছে সেখানে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হয়ে লেখা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবির । এই নিয়ে ক্ষোভপ্রকাশ করে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে বিজেপি নেতৃত্ব । যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে পালটা তাঁদেরই দোষারোপ করেছে শাসক শিবির ।
ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল, মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Barasat Lok Sabha Constituency: বিজেপির চুনকাম করা দেওয়াল চুরি করে তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লেখার অভিযোগ উঠল মধ্যমগ্রামে ৷ তা নিয়েই অভিযোগ ও পালটা অভিযোগে সরব তৃণমূল-বিজেপি ৷
Published : Apr 12, 2024, 8:09 PM IST
জানা গিয়েছে, মধ্যমগ্রামের মাইকেল নগরে যশোর রোডের পাশে তিনটি দেওয়ালে চুনকাম করেন বিজেপির কর্মী-সমর্থকরা । সেখানে বারাসতের দলীয় প্রার্থী স্বপন মজুমদারের হয়ে প্রচার করাই লক্ষ্য ছিল তাঁদের । অভিযোগ, তার আগেই দুটি দেওয়াল দখল করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে দলীয় কর্মীরা দেওয়াল লেখেন। একটি দেওয়াল অবশ্য রেখে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থীর জন্য ।
বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রামে । তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন,"গোটা জেলাজুড়েই তৃণমূল এই নোংরা রাজনীতি শুরু করেছে । আমাদের চুনকাম করা দেওয়াল রাতের অন্ধকারে ওরা দখল করে নিজেদের নামে চালাচ্ছে । বিজেপি যাতে প্রচারের আলোয় আসতে না পারে তাই এসব করছে । মরিয়া হয়ে উঠেছে শাসকদল । তবে, এবার আর ওদের ফুল, চন্দন দিয়ে বরণ করব না । যা শিক্ষা দেওয়ার দরকার তাই করব ।"
যদিও বিজেপির এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব । বরং তাঁদের সংস্কৃতি নিয়ে পালটা প্রশ্ন তুলেছেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা নিমাই ঘোষ । এই বিষয়ে তাঁর বক্তব্য়, "ওরা নির্বাচন কমিশনের কোনও নিয়মকানুন জানে না । ওরা যেটা ভাবে সেটাই করে । কোথায়ও দেওয়াল লিখন করতে গেলে তার মালিকের অনুমতি নেওয়া প্রয়োজন । তৃণমূল কারওর ভোটের দেওয়াল চুরি করেনি । তাছাড়া আমরা কোথায় দেওয়াল লিখন করব, ফ্লেক্স, ব্যানার লাগাব সেটা কি বিজেপি ঠিক করে দেবে ? আমরা আমাদের দেওয়ালেই প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করেছি । আসলে এসব অভিযোগ করে ভোটের বাজার গরম করতে চাইছে গেরুয়া শিবির ।"
আরও পড়ুন :