মেমারি, 24 মার্চ: প্রচারে বেরিয়ে দুই গোষ্ঠীর বচসার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল তৃণমূল প্রার্থীর প্রচার । যার জেরে রীতিমতো বিরক্ত হয়ে কর্মীদের ধমক দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার । যদিও প্রার্থীর দাবি কাউকে কোনও ধমক দেওয়ার ঘটনা ঘটেনি । সবাইকে সঙ্গে নিয়েই প্রচার করা হয়েছে ।
তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, শনিবার মেমারির গন্তার এলাকায় প্রচার করতে যান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার । অভিযোগ, প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয় । এমনকি তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় । বচসার জেরে বন্ধ হয়ে যায় প্রচারপর্ব । পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে প্রার্থীকে তা সামাল দিতে হয় । তিনি কর্মীদের ধমক দেন বলে অভিযোগ । ফলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় প্রচার । দুই পক্ষকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা । এরপর কিছুক্ষণ প্রচার করে প্রার্থী গাড়ি চেপে বেরিয়ে যান ।
এদিন মেমারিতে গন্তার এলাকায় চণ্ডী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার করতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার । এরপরেই বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয় । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দলের বেশ কিছু কর্মী প্রার্থীর সঙ্গে ছবি তুলতে যাওয়া নিয়ে একটু আবেগতাড়িত হয়ে পড়ে । তাছাড়া এমনি কোনও গন্ডগোল হয়নি ।