পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'চা বাগানে পাট্টা নয়, চাই মালিকানা'; মুলতুবি প্রস্তাব না মানায় বিধানসভা ওয়াক আউট বিজেপির - বিধানসভায় ওয়াক আউট বিজেপির

BJP walk out from assembly: বিজেপির তরফ থেকে দাবি তোলা হয় চা বাগানের শ্রমিকদের পাট্টা নয়, বরং মালিকানা দিতে হবে। দলীয় বিধায়কদের একাংশ এই সংক্রান্ত মুলতবি প্রস্তাবও জমা করেন। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বিষয়টি পাঠের অনুমতি দিলেও আলোচনার অনুমতি দেননি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 6:03 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: শুক্রবার আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা। বিজেপির অস্ত্র ছিল উত্তরবঙ্গের চা বাগানে পাট্টা দানের প্রসঙ্গটি। এদিন বিজেপির তরফ থেকে দাবি তোলা হয়, চা বাগানের শ্রমিকদের পাট্টা নয় মালিকানা দিতে হবে। মনোজ টিগ্গা, মনোজ ওরাঁও-সহ উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের একাংশ এই প্রস্তাব এনে তা নিয়ে মুলতবি প্রস্তাবও জমা করেন। তাঁরা দাবি করেন, বিধানসভায় এই বিষয় নিয়ে আলোচনা করতে দিতে হবে।

যদিও অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বিষয়টি পাঠের অনুমতি দিলেও আলোচনার অনুমতি দেননি। আর সে কারণে এদিন ফের একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথমে হট্টগোল এবং পরে বিধানসভার কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এই ঘটনা নিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভও দেখাতে দেখা যায় বিধায়ক বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়কদের তরফ থেকে মনোজ বলেন, "রাজ্য সরকার প্রকৃতপক্ষে চা শ্রমিকদের স্বার্থের কথা ভাবছে না। বরং তারা এই প্রশ্নে উদাসীন।"

তাঁর দাবি, "পাট্টা নয়, চাই জমির অধিকার। এমনটা করলেই চা শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে।" প্রসঙ্গত তাঁর আরও অভিযোগ, মালিকপক্ষ যখন খুশি চা বাগান বন্ধ করে দিচ্ছেন। আর সেই বিষয়ে সরকার উদাসীন। তাঁর কথায়, "সরকার যদি সত্যিই চা শ্রমিকদের ভালো চায়, তাহলে জমির মালিকানার বিষয়টি নিশ্চিত করতে হবে।" চা বাগানের মালিকদের বিষয়টিও বিধানসভায় তুলবেন বলেছেন তিনি। একই সঙ্গে, বিরোধী দলনেতাও দাবি করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে তাতে উপেক্ষিত হয়েছে উত্তরবঙ্গ। শুধু তাই নয়, তাঁর দাবি পাট্টা নিয়ে যে ঘোষণা বাজেটে করা হয়েছে তাতে চাষ শ্রমিকদের কোনও উপকারই হবে না।

ABOUT THE AUTHOR

...view details