পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ডানলপ অধিগ্রহণ আটকে রেখেছে বিজেপি সরকার, মোদিকে কড়া আক্রমণ মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee: ডানলপ অধিগ্রহণ কার্যত আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ ব্যান্ডেলের সভা থেকে মোদিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মোদিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:41 PM IST

ব্যান্ডেল, 11 মে: হুলিতে গিয়ে ডানলপ কোম্পানি অস্ত্রে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও কেন্দ্রের জন্যই কোম্পানি রাজ্য অধিগ্রহণ করতে পারছে না বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতার কথায়, "ডানলপ কোম্পানি নিয়ে না-না রকম খেলা চলে। ডানলপকে অধিগ্রহণ করতে চেয়েছিলাম। কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করতে দিচ্ছে না। বিধানসভা থেকে দু'বার বিল পাশ করার পরও অনুমতি দেয়নি বিজেপি সরকার।"

সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও শনিবার তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপের মাঠে দাঁড়িয়ে মালিক পবন রুইয়াকে বিজেপির লোক বলেও আখ্যা দেন তিনি। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রধানমন্ত্রী আসবেন রবিবার। তার একদিন আগে সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বুকের পাটা থাকলে ডানলপ ও জেশপের বিল পাশ করছেন না কেন, জবাব দিন আগে।"

ব্যান্ডেলের সাহাগঞ্জের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পবন রুইয়াকে আক্রমণ করেন। তিনি বলেন, "ডানলপ মালিক পবন রুইয়া দিল্লিতে বড় বড় বাড়ি বিজেপিকে দিয়ে রেখেছে। 2016 সালে বিধানসভায় আমরা বিল পাস করেছি, ডানলপ এবং জেশপ কোম্পানি রাজ্য সরকার অধিগ্রহণ করতে চায়। কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনও অনুমতি দেয়নি। পবন রুইয়া বিজেপির লোক ৷" একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ডানলপ বন্ধ হওয়ার পর ডানলপ ও জেশপের শ্রমিকদের 10 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। রবিবারই প্রধানমন্ত্রী জনসভা করতে আসবেন চুঁচুড়া মাঠে তার আগে মমতা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, "অধিগ্রহণের বিষয়টি দিল্লির আইনে হয়। এটা আমার হাতে নেই। ওনারা অধিগ্রহণ করতে দেবেন না। ডানলপের জায়গা ও যন্ত্রপাতি বিক্রি করে দেবেন মাফিয়া চক্র চালাবেন। এটা হতে পারে না। যেকোনও একটা দিক মেনে নেওয়া দরকার। উনি শুধু আসবেন, বড় বড় ভাষণ দেবেন চলে যাবেন এটা হয় না।"

2006 সালে বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে ডানলপ কারখানায় উৎপাদন ফের চালু হয়। তার কয়েক বছরের পরে আবারও বন্ধ হয়ে যায়।এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর ডানলপ চালু হলেও ফের শেষ বারের মতো বন্ধ হয়ে যায় 2011 সালে। এরপর থেকে আর চালু হয়নি। রাজ্য সরকার শ্রমিকদের 10 হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে ৷ রাজনৈতিক পালা বদলে নানা প্রতিশ্রুতি দিলেও কারখানার জায়গায় অবশ্য কারখানা হয়নি।

এমনকী 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় ডানলপ স্টেট-এর ভিতরের মাঠে জনসভা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী ৷ সেই সভামঞ্চে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ চট্টোপাধ্যায়। তার ঠিক কিছুদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সভা করেছিলেন ওই একই মঞ্চে।

আরও পড়ুন

হাওড়ায় মেগা-সানডে, রবিবাসরীয় প্রচারে মোদি-মমতা

'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, রুচিতে বাধবে', তোপ মমতার

ABOUT THE AUTHOR

...view details