কেশপুর, 25 মে: শনিবার সকালে ভোটের শুরু থেকেই ঘাটাল লোকসভায় একের পর এক অভিযোগ আনেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ কোথাও ভোটে বাধা, কোথাও আবার এজেন্ট বসতে না-দেওয়ার অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী ৷ একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সুর চড়িয়েছেন বিজেপি প্রার্থী ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বসে আছে ৷ কোনও কাজেই তাদের দেখা যাচ্ছে না ৷
কেশপুর বিধানসভার 182টি বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ হিরণের ৷ আনন্দপুরেও পোলিং এজেন্টকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ হিরণের ৷ ভোটকেন্দ্রের সামনে বক্তব্য রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ৷ এদিন বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে হিরণ বলেন, "কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছে ৷ রাতে ঘুমিয়েছে ৷ কেশপুর থানা আর আনন্দপুর থানার ওসিরা তৃণমূলকে জেতানোর জন্য কর্মীদের বাড়িতে গিয়ে ধমকেছে ৷ বোমা বৃষ্টি হয়েছে সারারাত জুড়ে ৷ কোথাও কোনও সেন্ট্রাল ফোর্স নেই ৷ পঞ্চায়েত ভোটেও এমনটা হয়নি যা এই ভোটে হচ্ছে ৷ নির্বাচন কমিশন কী করছে বুঝতে পারছি না ৷ কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি রাতে আমার সঙ্গে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছে ৷ বাহিনীর উপর কোনও আস্থা নেই ৷ আমি কোনও দলভিত্তিক কথা বলব না, বলিও না ৷"