তারাপীঠ, 23 এপ্রিল: ফের বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ঢুকে পড়লেন কাজল শেখ ৷ সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন, তারাপীঠে লোকসভা নির্বাচনের প্রচার শেষে মঞ্চেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী ৷ জানা গিয়েছে, সেখানে কয়েক মিনিটের আলোচনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে ফেরানোর নির্দেশ দেন মমতা ৷ অনুব্রতহীন বীরভূমে 5 জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল ৷
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের জেলযাত্রার পর বীরভূম জেলা তৃণমূলে একছত্র আধিপত্য কায়েম করেছিলেন কাজল শেখ ৷ বীরভূম জেলার সংগঠন পরিচালনার জন্য মমতার গঠন করা কোর কমিটির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন কাজল ৷ পরিস্থিতি এমন হয়েছিল, যে জেলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন ৷ তা তৃণমূল সুপ্রিমোর কানেও যায় ৷
এরপরেই গত মার্চ মাসে কালীঘাটে নিজের বাড়িতে বীরভূমের নেতা-মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তৃণমূলের একটি সূত্র জানিয়েছিল, সেই বৈঠকে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখকে ব্যাপক ধমক দিয়েছিলেন তিনি ৷ এমনকী তাঁকে কোর কমিটি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল ৷ 5 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷ তারপর অনুব্রত মণ্ডল-সহ কোর কমিটির সদস্যদের-ছবি দেওয়া ব্যানারে ছেয়ে গিয়েছিল বীরভূম জেলা ৷ অনব্রত শিবির ফের একবার চাঙ্গা হয়ে ওঠে ৷