পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তদন্ত যত এগোবে ততই মহুয়ার কুৎসিত দিক সামনে আসবে, তোপ নিশিকান্ত দুবের - নিশিকান্ত দুবে

Nishikant Dubey slams Mahua Moitra: তদন্ত যত এগোবে ততই সামনে আসবে মহুয়া মৈত্রের কুৎসিত দিক ৷ দিল্লি হাইকোর্ট তৃণমূল নেত্রীর আবেদন খারিজ করার পর এভাবেই তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন নিশিকান্ত দুবে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ANI

Published : Mar 5, 2024, 5:05 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: তদন্ত যত এগোবে ততই সত্যের প্রতিটি স্তর একে একে সামনে আসবে ৷ সোমবার দিল্লি হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের আবেদন খারিজ করে দেওয়ার পর এই ভাষাতেই তাঁর সম্পর্কে তোপ দাগলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তাঁকে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে 'ক্যাশ ফর কোয়্যারি' মামলায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করা থেকে বিরত রাখার জন্য আদালতের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ৷ তবে দিল্লি হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ৷ তারই প্রেক্ষিতে মহুয়াকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা ৷

নিশিকান্ত দুবে মঙ্গলবার সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "মহুয়া মৈত্র আমার এবং দেহদ্রাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । দিল্লি হাইকোর্ট খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে, ওটা কোনও মামলাই ছিল না ৷ আমার অভিযোগ সংসদীয় কমিটি দ্বারা প্রমাণিত হওয়ার পরে তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছিল ৷"

বিজেপি নেতার মহুয়ার বিরুদ্ধে আরও অভিযোগ, "তিনি অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের সুবিধার্থে 50 বার বিমান ভ্রমণ করেছিলেন...এফসিআরএ লঙ্ঘনের জন্য তাঁর 7 বছরের সাজা হতে পারে...যত তদন্ত এগিয়ে যাবে, তত সত্যের আরও স্তর প্রকাশ্যে আসবে...তদন্ত যত বাড়বে, মহুয়া মৈত্রের কুৎসিত দিক আরও প্রকাশ পাবে ৷" তাঁর কথায়, কেউ চুরি করলে তা লুকনো যায় না । আজ না হলে কাল তা প্রকাশ পাবে ৷

দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রকে চমকে দিয়েছে বলে মন্তব্য করে বিজেপি নেতা বলেন, সরকারী কর্মচারী হিসাবে "দেশকে সবকিছু জানানোর এবং বলার অধিকার আমাদের আছে ।" বিজেপি সাংসদ সোমবার সুপ্রিম কোর্টের রায়ের কথাও উল্লেখ করেন ৷ আগের যে আইন আইনপ্রণেতাদের রক্ষাকবচ দিত তা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, বিধানসভার সদস্যদের দ্বারা দুর্নীতি ও ঘুষ জনজীবনে তাঁর ভাবমূর্তি নষ্ট করে ৷

আরও পড়ুন:

  1. ফের মহুয়াকে তলব, 11 মার্চ দিল্লির ইডি অফিসে হাজিরার নির্দেশ
  2. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়াকে তলব ইডির, কোনও সমন পাননি দাবি প্রাক্তন সাংসদের
  3. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details