আরামবাগ, 24 ফ্রেব্রুরারি:লোকসভা নির্বাচনের আগে মার্চের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তাঁর রাজ্যে আসা মানে ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়া ৷ রাজ্যে এসে আরামবাগ থেকে ভোটের প্রচার শুরু করতে চলছেন প্রধানমন্ত্রী । গতবার এই আরামবাগে মাত্র হাজার খানেক ভোটে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল । আর তাই এখানে মোদিকে দিয়ে প্রচার শুরু করিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে বিজেপি । সেই মতো বিজেপির তরফে তোড়জোড় শুরু হয়েছে । রাজ্য সফরে শুধুমাত্র আরামবাগই নয়, আরও দুই জায়গায় যাবেন তিনি । ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে কাজে লাগিয়ে বিজেপি ভোট প্রচারে ঝড় তুলতে চাইছে । মোদিকে দিয়ে সভা করিয়ে বিজেপির বিশেষ সুবিধে হবে না বলে মনে করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ তাঁর আশা, এবারও তৃণমূলের হাতেই থাকবে আরামবাগ ।
গত লোকসভা নির্বাচনে মাত্র 1142 ভোটের ব্যবধানে আরামবাগের বিজেপির প্রার্থী তপন রায় পরাজিত করে জয়ী হন অপরূপা । 2019 সালে নিজেদের ভোটের অনেকটাই হারিয়েছিল তৃণমূল । এই সামান্য ব্যবধানকে পূরণ করলেই আরামবাগের লোকসভা চলে যাবে বিজেপির দখলে । তবে তৃণমূলও আঁটঘাঁট বেঁধে নামছে ৷ এবারের লোকসভায় শাসকদল যে একটুও জায়গা বিজেপিকে ছাড়বে না তা উঠে এসেছে সাংসদ অপরূপা পোদ্দারের কথা থেকেই । নির্বাচনের দিন ঘোষণা হতেই তাঁরা ভোটের ময়দানে নেমে পড়বেন বলে জানিয়েছেন সাংসদ ।
2024 সালের লোকসভা নির্বাচনে আরামবাগ যে পাখির চোখ বিজেপির, তা বলাই বাহুল্য । প্রধানমন্ত্রীর আসন্ন সফরও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ৷ আরামবাগ লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দেওয়ার নেপথ্যে বেশ কিছু কারণও আছে । গতবার কম ব্যবধানে হারার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেও কাজে লাগাতে চায় তৃণমূল । এর পাশাপাশি এই এলাকায় বিধানসভা নির্বাচনের ফল বিজেপির মুখে হাসি ফুটিয়েছে । আরামবাগ, পুরশুড়া, খানাকুল ও গোঘাট নিজেদের দখলে রেখেছে বিজেপি । সেদিক থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটানোর ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির ।
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, "প্রধানমন্ত্রী মোদি এসেও কোনও লাভ হবে না বিজেপির । মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে বিজেপি। কেন্দ্রের নানা প্রকল্প ও উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে আরামবাগে । এখানকার মানুষ বুঝেছেন বিধানসভায় বিজেপিকে জিতিয়ে কোনও কাজ হয়নি । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের একমাত্র ভরসা ।"