বোলপুর, 3 মার্চ: বিজেপির সঙ্গে তৃণমূলের 'ডিল' ! সেই 'ডিল' করেই তৈরি বিজেপির প্রথম প্রার্থী তালিকা ! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ সাঁইথিয়ার বাসিন্দা প্রিয়া সাহাকে অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করায়, নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অনুপম ৷ যদিও এই নিয়ে কোনও মন্তব্য করে বিতর্ক বাড়াতে চাননি প্রিয়া সাহা ৷ তাঁর কথায়, তিনি মোদির প্রতিনিধিত্ব করছেন ৷ 'তৃণমূলের অত্যাচার' থেকে মানুষকে রক্ষা করাই তাঁর লক্ষ্য ৷
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে । অনুব্রত মণ্ডলের গড় বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে ৷ তবে এই নিয়ে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে । ইতিমধ্যে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের পাতায় এই নিয়ে দলের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন অনুপম হাজরা ৷ উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল দলের অন্দরে ।
কী লিখেছেন অনুপম ?
অনুপম ফেসবুক পোস্টে তাঁর দলের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের ইঙ্গিত করেছেন ৷ অনুপমের কথায়,
"জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসি'র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না !!! আপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে !!! জয় জগন্নাথ !!!"
নিজের পোস্টে কেন্দ্রের নাম উল্লেখ না করলেও, তিনি যে বোলপুর কেন্দ্রের প্রার্থী প্রসঙ্গেই এ কথা বলেছেন সে বিষয়ে নিশ্চিত রাজনীতির কারবারিরা ৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদ খোয়াতে হয় অনুপম হাজরাকে ৷
অনুপম এই ভাষায় দলের শীর্ষ নেতৃত্বকে একহাত নিলেও এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি প্রিয়া সাহা ৷ ইটিভি ভারত অনুপমের বক্তব্যের বিষয়ে প্রিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যাঁকে প্রার্থী করেছে সেটাই ঠিক ৷ এরপর কে কী বলল, এসব বিজেপিতে হয় না ৷ আমি মোদিজির বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরব ।" তিনি আরও বলেন, "আপনারা জানেন, অনুব্রত মণ্ডল কী রকম সন্ত্রাস করেছে । আর কোন মানুষ যাতে সন্ত্রাসের শিকার না হয় সেই ইস্যুতেই প্রচার করব ।"
অনুপম হাজরার মন্তব্য নিয়ে বিতর্ককে আমল দিতে চাইছেন না প্রিয়া সাহা । অনুব্রতর গড়ে তিনি দ্রুত প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:
- 'তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে', বিজেপি টিকিট না দিলে একাই লড়বেন অনুপম
- শর্ত মানলে বিজেপিতে সব আগের মতো, ‘পদমুক্ত’ হওয়ার পর অনুপমের দাবি ঘিরে নয়া জল্পনা
- অনুপম হাজরাকে সর্বভারতীয় পদ থেকে অপসারণ, নাড্ডার নির্দেশে বিজ্ঞপ্তি দিল বিজেপি