মালদা, 12 মার্চ: লোকসভা ভোটে রাজ্যের 42টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা হতে না-হতেই মাঠে নেমেছে বিজেপি ৷ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ আনলেন পদ্মশিবিরের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ যদিও মালব্যর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহনাওয়াজ ৷ তাঁর দাবি, হারের ভয়েই এমন মিথ্যে অভিযোগ তুলছেন বিজেপি নেতা ৷
অমিত মালব্যের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ৷ তিনি জামাত-ই-ইসলামি হিন্দেরও সক্রিয় সদস্য ৷ ওই সংগঠনের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একজন জাতীয় সম্পাদকও ছিলেন ৷ জামাত-ই-ইসলামি হিন্দেরই আরেক শাখা সংগঠন বাংলাদেশ জামাত-ই-ইসলামি 1971 সালে সেদেশে ঘটে যাওয়া হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসে মুখ্য ভূমিকা নিয়েছিল ৷ 2020 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দিল্লি ও কাশ্মীরভিত্তিক ন’টি স্বেচ্ছাসেবী সংগঠনের দফতরে অভিযান চালায় ৷ এই সংস্থাগুলি জনস্বাস্থ্য ও শিক্ষার নামে বিভিন্ন ছুতোয় দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল ৷ সেই সময় এনআইএ দাবি করেছিল, এই অর্থ হাওয়ালা-সহ বিভিন্ন উপায়ে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল ৷ এই অর্থ সেখানকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ব্যবহার করা হয়েছিল ৷ এনআইএ’র তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনও ছিল ৷”
লোকসভা প্রার্থী তালিকায় শাহনাওয়াজের নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ তাঁর দাবি, মমতা দক্ষিণ মালদার মতো স্পর্শকাতর কেন্দ্রে শাহনাওয়াজের মতো একজন উগ্রবাদী, হিন্দু-বিদ্বেষী, গোঁড়া মুসলমানকে প্রার্থী করেছেন ৷ শাহনাওয়াজ মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত ৷ সিএএ এবং ভারতকে গোটা বিশ্বে ভুল প্রচার করছেন ৷ প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হওয়ার ঠিক আগে শাহনাওয়াজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলেন ৷ পুরনো পোস্ট মুছে তিনি কি কিছু আড়াল করার চেষ্টা করছেন ?