পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'জুন নন, আমার প্রতিদ্বন্দ্বী মমতা'; ইটিভি ভারতের সামনে সোজাসাপ্টা অগ্নিমিত্রা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Agnimitra Paul Exclusive Interview: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়া নন, তাঁর প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় এ কথা বললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ তিনি আর কী কী বলেছেন ?

Agnimitra Paul Exclusive Interview:
ইটিভি ভারতের সামনে সোজাসাপ্টা অগ্নিমিত্রা

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 4:49 PM IST

ইটিভি ভারতের সামনে সোজাসাপ্টা অগ্নিমিত্রা

মেদিনীপুর 9 ই এপ্রিল: লোকসভা নির্বাচনে অন্যতম উল্লেখযোগ্য মেদিনীপুর লোকসভা কেন্দ্র ৷ সেখানে এ বার বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর তাঁকে টেক্কা দিতে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি । জোরকদমে চলছে প্রচার ৷ এ দিন প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নানা কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা ৷

প্রচারে তিনি কী কী বিষয় তুলে ধরছেন, এ প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা বলেন, "আমরা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 10 বছরে দেশের উন্নয়নে যে কাজগুলি করেছেন, যে রিপোর্ট কার্ড উনি দিয়েছেন, সেগুলিই তুলে ধরছি । বিশেষ করে প্রধানমন্ত্রী কোটি কোটি মানুষকে জল, বাড়িঘর, ইলেকট্রিসিটি দিয়েছেন ৷ দিয়েছেন শৌচালয়, কোভিডের ভ্যাকসিন, মুদ্রা লোন - এগুলোই আমাদের মূল প্রচার । এরইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যে দুর্নীতি, মহিলাদের প্রতি অত্যাচার, দুর্নীতিবাজদের সঙ্গ দেওয়ার কাজ করছেন, সেগুলোও আমাদের মূল প্রচারের একটি দিক ।"

দিলীপ ঘোষের জেতা আসন মেদিনীপুর ৷ সেখানে লড়াইটা কি কিছুটা সহজ হবে ? এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন,"কোনও লড়াই কী সহজ হয়েছে ? মাতঙ্গিনী হাজরার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না । আজকের লড়াইও স্বাধীনতার যুদ্ধের মতো, কোনও অংশেই সহজ নয় । তবে এই লড়াইয়ে জিত আমাদের হবেই ৷"

বিজেপি প্রার্থীর কথায়, নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জুন মালিয়া নন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অগ্নিমিত্রা বললেন, "আমার প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় নয় । 11 বছর ধরে মুখ্যমন্ত্রী কোনও সুবিধা দেননি রাজ্যবাসীকে ৷ দেননি মহিলাদের নিরাপত্তা । এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমার লড়াই । আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে আমার লড়াই নয় ৷"

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে বলতে দিয়ে আসানসোলের বিধায়ক বলেছেন, "আমাদের সঙ্গে তৃণমূলের কম্পারিজন করলে হবে না । বিশ্বের বৃহত্তম পার্টি হল ভারতীয় জনতা পার্টি । হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ এই পার্টিতে এসেছেন । যাঁদের ব্যাকগ্রাউন্ড, মেন্টালিটি আলাদা, অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ আলাদা ৷ কিন্তু তাঁদেরকে একসঙ্গে মিল করিয়ে কাজ করানোই আমাদের লক্ষ্য । পুরনোদের বের করে এবং নতুনদের উজ্জীবিত করে একসঙ্গে চলতে হবে ৷ না-হলে এই লড়াইয়ে জেতা মুশকিল ৷"

তীব্র দাবদাহে প্রায় দু'মাসেরও বেশি সময় ধরে প্রচার চালাবেন ৷ শরীর সুস্থ রাখতে কী করছেন ? প্রতিদ্বন্দ্বীর প্রতি একটু তাচ্ছিল্যের সুরে অগ্নিমিত্রার জবাব, "আমি নায়িকা নই যে একটু দই, একটু শশা বা 25 গ্রাম চালের ভাত খেয়ে দিন কাটাব । আমি আমার কার্যকর্তারা যা খাবেন, তাঁদের সঙ্গে তাঁদের দিদিভাই হিসেবে সেইসব খাবার খেয়েই এই প্রচার চালিয়ে যাব ৷"

জেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী বলেছেন, "4 জুন জেতার পরই সংসদে গিয়ে প্রথম আমার প্রশ্ন হবে, মেদিনীপুরের উন্নয়ন । সেইসঙ্গে মেদিনীপুরের মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচে, তা নিশ্চিত করতে প্রশ্ন করব সংসদে ।"

আরও পড়ুন:

  1. 'নতুন-পুরনো দ্বন্দ্ব মেটান', হাত জোড় করে কর্মীদের কাছে আবেদন অগ্নিমিত্রার
  2. 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী', প্রতিদ্বন্দ্বী জুন মালিয়াকে বার্তা 'বন্ধু' অগ্নিমিত্রার
  3. 'মমতা ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন', মেদিনীপুরের প্রচারে বিস্ফোরক অগ্নিমিত্রা

ABOUT THE AUTHOR

...view details