মেদিনীপুর 9 ই এপ্রিল: লোকসভা নির্বাচনে অন্যতম উল্লেখযোগ্য মেদিনীপুর লোকসভা কেন্দ্র ৷ সেখানে এ বার বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর তাঁকে টেক্কা দিতে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি । জোরকদমে চলছে প্রচার ৷ এ দিন প্রচারের ফাঁকেই ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নানা কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা ৷
প্রচারে তিনি কী কী বিষয় তুলে ধরছেন, এ প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা বলেন, "আমরা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 10 বছরে দেশের উন্নয়নে যে কাজগুলি করেছেন, যে রিপোর্ট কার্ড উনি দিয়েছেন, সেগুলিই তুলে ধরছি । বিশেষ করে প্রধানমন্ত্রী কোটি কোটি মানুষকে জল, বাড়িঘর, ইলেকট্রিসিটি দিয়েছেন ৷ দিয়েছেন শৌচালয়, কোভিডের ভ্যাকসিন, মুদ্রা লোন - এগুলোই আমাদের মূল প্রচার । এরইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যে দুর্নীতি, মহিলাদের প্রতি অত্যাচার, দুর্নীতিবাজদের সঙ্গ দেওয়ার কাজ করছেন, সেগুলোও আমাদের মূল প্রচারের একটি দিক ।"
দিলীপ ঘোষের জেতা আসন মেদিনীপুর ৷ সেখানে লড়াইটা কি কিছুটা সহজ হবে ? এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন,"কোনও লড়াই কী সহজ হয়েছে ? মাতঙ্গিনী হাজরার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না । আজকের লড়াইও স্বাধীনতার যুদ্ধের মতো, কোনও অংশেই সহজ নয় । তবে এই লড়াইয়ে জিত আমাদের হবেই ৷"
বিজেপি প্রার্থীর কথায়, নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জুন মালিয়া নন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অগ্নিমিত্রা বললেন, "আমার প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় নয় । 11 বছর ধরে মুখ্যমন্ত্রী কোনও সুবিধা দেননি রাজ্যবাসীকে ৷ দেননি মহিলাদের নিরাপত্তা । এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমার লড়াই । আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে আমার লড়াই নয় ৷"