কলকাতা, 7 মার্চ: আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ৷ বাংলার শাসক দল ওই সমাবেশের নাম দিয়েছে জনগর্জন সভা ৷ তার আগে আজ ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী 10 তারিখ কেন্দ্রীয় বঞ্চনার ও রাজ্যের উন্নয়ন প্রচারকে সামনে রেখে জনগর্জন সভার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত মানুষেরাই ওই দিন ব্রিগেডে জমায়েত হবেন ।
তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠতেই এই জনগর্জন সভা । আজ নারী দিবসের মঞ্চ থেকে এই জনগর্জন সভায় আসার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় যাঁরা বসবাস করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাঁর যাঁর সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷ বৃহস্পতিবার সেই সভারই আনুষ্ঠানিক প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড ।