পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রবিবার জনগর্জন সভা, প্রস্তুতি খতিয়ে দেখছে ব্রিগেডে অভিষেক - Abhishek Banerjee in Brigade

Abhishek Banerjee on Brigade Preparation: বিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ৷ আনুষ্ঠানিক প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড । যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 10:02 PM IST

কলকাতা, 7 মার্চ: আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ৷ বাংলার শাসক দল ওই সমাবেশের নাম দিয়েছে জনগর্জন সভা ৷ তার আগে আজ ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী 10 তারিখ কেন্দ্রীয় বঞ্চনার ও রাজ্যের উন্নয়ন প্রচারকে সামনে রেখে জনগর্জন সভার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত মানুষেরাই ওই দিন ব্রিগেডে জমায়েত হবেন ।

তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠতেই এই জনগর্জন সভা । আজ নারী দিবসের মঞ্চ থেকে এই জনগর্জন সভায় আসার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় যাঁরা বসবাস করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাঁর যাঁর সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷ বৃহস্পতিবার সেই সভারই আনুষ্ঠানিক প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড ।

প্রস্তুতি খতিয়ে দেখছে ব্রিগেডে অভিষেক

মেগা মিটিংয়ের মঞ্চসজ্জা...

একুশে জুলাইয়ের পরম্পরাকে মাথায় রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বাকি দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সাংসদ-বিধায়ক ও জনপ্রতিনিধিদের জন্য । এদিন বিকেল পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে পৌঁছনোর কথা থাকলেও নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে ব্রিগেডে পৌঁছন তিনি । মঞ্চ প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details