ময়না, 25 মে:ভোট চলাকালীন ফের বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে ময়নায় ধরনায় বসলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ষষ্ঠ দফার ভোটগ্রহণের সময় ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্তসহায়কের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ ৷ গৌতমের স্ত্রীর কাছে খবর পেয়েই ময়নায় গিয়ে গৌতমের বাড়ির সামনেই ধরনায় বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
এ দিন ময়নায় গিয়ে তিনি বলেন, "ময়নার বিভিন্ন বুথ পরিদর্শন করব বলে মহিষাদল থেকে আসছিলাম ৷ তখনই হঠাৎ খবর আসে, ময়না বিধানসভায় আমাদের দলের কনভেনর গৌতম গুরুর বাড়িতে পুলিশ তল্লাশি চালাবে বলে এসেছে ৷ বাড়ির লোকেরা পুলিশকে ঢুকতে দেয়নি ৷ দুটো গ্রাউন্ডে ৷ তাঁরা বলেন, তল্লাশি করতে গেলে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে ৷ আর সার্চের পুরো ভিডিয়োগ্রাফি করতে হবে, নইলে আপনারা এখানে কিছু ফেলে রেখে চলে যাবেন, সেটা হবে না ৷ পুলিশ এখানে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করেছে ৷"
আরও পড়ুন:
তিনি নিজে ময়নায় গিয়ে সেখানে উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন বলে জানান তমলুকের বিজেপি প্রার্থী ৷ তিনি বলেন, "আমি এসে পুলিশের সঙ্গে কথা বললাম, পুলিশ বলছে তারা বাড়িতে ঢুকতে চাননি ৷ যদিও তাই নিয়ে দ্বিমত আছে ৷ পুলিশ বলে, তারা সেখানেই দাঁড়িয়ে আছে ৷ কোনও বিরক্ত করেনি ৷ আমি বললাম, অন্য কোনও বাড়ির সামনে গিয়ে এ ভাবে দাঁড়িয়ে থাকেন ? ওসি বললেন, কখনও কখনও থাকি ৷ এটা ওসি বললেন ৷"