পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

মায়ের সঙ্গে মা কালীর মন্দিরে কাজল, সঙ্গে ছেলে যুগ - Kajol visits Dakshineswar - KAJOL VISITS DAKSHINESWAR

নতুন ছবির শুটিংয়ে বেশ কিছুদিন ধরেই বাংলায় রয়েছেন অভিনেত্রী কাজল ৷ শান্তিনিকেতনে ব্যস্ত ছিলেন অজয় দেবগণ প্রযোজনায় মা ছবির শুটিংয়ে ৷ কাজের ফাঁকে এবার মাকে নিয়ে মায়ের মন্দিরে কাজল ৷ সঙ্গে ছেলে যুগ দেবগণ ৷

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 10:20 PM IST

শান্তিনিকেতনে 'মা' ছবির শুটিংয়ের ব্যস্ততার মধ্যে কালী মন্দিরে কাজল ৷
শনিবার দুপুরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এলেন পুজো দিতে ৷ সঙ্গে ছিলেন মা তথা বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ও ছেলে যুগ দেবগণ ৷
লাল রঙের চুড়িদার, চোখে রোদ চশমা। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে পুজো দেন অভিনেত্রী ৷
পুজো দেওয়ার পর ছেলের হাত ধরে বেরিয়ে আসেন মন্দির থেকে ৷
বয়সজনিত কারণে হুইলচেয়ারে দেখা যায় অভিনেত্রী তনুজাকে ৷ মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের দেখে মিষ্টি হাসি হাসেন উত্তম কুমারের 'রাজকুমারী'।
অন্যদিকে, শান্তিনিকেতনে পৌঁছে অভিনেতা রণিত রায়ও পুজো দিয়েছেন সতীপীঠ কঙ্কালীতলায় ৷ কাজলের বিপরীতে দেখা যাবে তাঁকে ৷
গর্ভগৃহে ভক্তি ভরে পুজো দেন অভিনেতা ৷
অনুরাগীদের আবদার মেনে মন্দিরে তোলেন সেলফিও ৷

ABOUT THE AUTHOR

...view details