জেলায় জেলায় পালিত ছটপুজো, লেন্সবন্দি প্রার্থনার বিশেষ মুহূর্ত - CHHATH PUJA 2024
কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছটপুজো ৷ ষষ্ঠী তিথি থেকেই এসেছে 'ছট' কথাটি ৷ এই পার্বণে পূজিত হন সূর্যদেব এবং তাঁর স্ত্রী ৷ 3 দিন এবং 4 রাত ধরে পালিত হয় এই উৎসব ৷ বিভিন্ন জেলার ছটপুজো দেখে নিন একঝলকে ৷ (নিজস্ব ছবি)
Published : Nov 7, 2024, 9:28 PM IST