পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজে থিম, মুগ্ধ হবেন দর্শনার্থীরা

প্রতিমার অঙ্গসজ্জায় ডাকের সাজ ৷ তার মধ্যে নজর কাড়বে থিম ৷ বনকাপাসীর শিল্পীদের হাতে গড়ে উঠছে রকমারি থিম ৷ দেখুন ভিডিয়ো ৷

CHANDANNAGAR JAGADHATRI PUJA
ডাকের সাজের জগদ্ধাত্রী প্রতিমা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 10:50 PM IST

Updated : Nov 5, 2024, 11:00 PM IST

চন্দননগর, 5 নভেম্বর: আলোকসজ্জার পাশাপাশি প্রতিমার ডাকের সাজ মন কাড়বে দর্শনার্থীদের । মণ্ডপে থিমের বাহার থাকলেও চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমায় ট্র্যাডিশন আজও বজায় রেখেছেন পুজো উদ্যোক্তারা । চিরাচরিত শোলার কাজে আলাদা মাত্রা যোগ হয়েছে প্রতিমায় ।

মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে মা দুর্গার পরিবার ও শিবের বিভিন্ন রকম রূপ তৈরি করা হয়েছে শোলার সাজে । চন্দননগর জগদ্ধাত্রী সাজ আসে বর্ধমান-কাটোয়ার বনকাপাসী গ্রাম থেকে ৷ 10টি মূল শিল্পী ছাড়াও 200 উপর কারিগর এই কাজ করেন । শোলা কেটে কলকা তৈরি করে সেই সাজের মধ্যেই পৌরাণিক কাহিনি তুলে ধরা হয় । বর্তমানে শোলার কাজের থিমে আকর্ষণ বাড়ায় একাধিক পুজো কমিটি উৎসাহ পেয়েছে ।

মুগ্ধ হবেন দর্শনার্থীরা (ইটিভি ভারত)

চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে কেন্দ্রীয় কমিটি ছাড়াও 200 উপর জগদ্ধাত্রী পুজো হয় । প্রতিমার উচ্চতা 10 থেকে 26 ফুট পর্যন্ত হয়ে থাকে । মা জগদ্ধাত্রীকে কাপড়ের উপর সাদা ও রঙিন সোলার সাজ পড়ানো হয় । এক একটি পুজো কমিটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাজের জন্য খরচ করে । যা দেখতে ভিড় জমায় দেশ বিদেশের মানুষ ।

ডাকের সাজের মহিষরূপী অসুর (ইটিভি ভারত)

এই বিষয়ে শোলা শিল্পী হেমন্ত প্রধান বলেন, "দীর্ঘদিন ধরে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সোলার সাজ করি । শুধু চন্দননগরই না, কৃষ্ণনগরেও এই শোলার সাজ করে থাকি । সারাবছর এটাই আমাদের পেশা । আর জগদ্ধাত্রী পুজোর কিছুদিন আগে এখানে এসে প্রতিমার সাজ সম্পূর্ণ করি ।আমরা 20টা প্রতিমার ডাকের সাজ করছি এ বছর । শোলার কলকা ও জোড়ি ছাড়াও থিমের কাজ রয়েছে । একাধিক প্রতিমায় সোলার কাজে যে হারে পরিশ্রম লাগে সে হারে পয়সা পাওয়া যায় না । তা সত্ত্বেও বংশ পরম্পরায় প্রায় একশো বছর ধরে আমরা কাজ করে চলেছি । সরকারি তরফে আমরা সেভাবে সাহায্য পাই না ।"

ডাকের সাজে সাজানো হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা (ইটিভি ভারত)

প্রধান শিল্পী দিলীপ ঘোষের কথায়, "দু'তিন বছর ধরে প্রতিমায় শোলার সাজের থিমের প্রচলন বেড়েছে । পুজো কমিটির চাহিদা অনুযায়ী আমরা থিমের কাজ করে থাকি । আগের বছরে সোলার সারদা দেবী রামকৃষ্ণের থিম ছিল । এ বছরে মা দুর্গার সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশের থিম করা হয়েছে লালবাগানে । চন্দননগরে আমি একাই 12 থেকে 14 লাখ টাকার সোলার কাজ করছি । তবে যে হারে শোলার দাম ও শিল্পীদের মজুরি বেড়েছে সে তুলনায় লাভের মুখ দেখা যাচ্ছে না ।"

জগদ্ধাত্রীর অঙ্গসজ্জায় ডাকের সাজের থিম (ইটিভি ভারত)
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সহ সম্পাদক শুভজিৎ সাউ জানান, 2020 ও 21 সালে করোনার জন্য চন্দননগর জগদ্ধাত্রীর শোভাযাত্রা হয়নি । সেই সময়ে আলোকসজ্জার পরিবর্তে শোলার সাজ করা হয়েছিল । দেশ-বিদেশ থেকে আসা বহু মানুষ তা দেখে মুগ্ধ হয়েছেন । তারপর থেকে সমস্ত পুজো কমিটি শোলার সাজের থিমের নতুনত্ব আনতে শুরু করে । এমনকী চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে মাতৃ প্রতিমার মুখশ্রী ও সাজসজ্জার উপর পুরস্কার ঘোষণা করা হয় । শিল্পীদের সম্মান ও এই কাজে উৎসাহ বজায় রাখতে পুজো কমিটির দেওয়া এই পুরস্কার জনপ্রিয়তা পেয়েছে ।
Last Updated : Nov 5, 2024, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details