কলকাতা, 24 ডিসেম্বর: সারা বিশ্ব জুড়ে যখন যিশুখ্রিস্টর জন্মদিন পালন হচ্ছে, তখন বাংলাদেশে বিরাজ করছে অশান্তির পরিবেশ । তাই ক্রিসমাস ইভে শান্তির বার্তা দিলেন আর্চ বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং ।
যিশু গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বার্তা । সেই মতো ক্রিসমাস ইভে বিশ্বে যাতে শান্তি বজায় থাকে সেই প্রার্থনাই করলেন ডক্টর পরিতোষ ক্যানিং । বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি কোনও কথা না-বললেও তিনি বলেন, ‘‘সারা বিশ্ব যাতে শান্তিতে থাকে সেই প্রার্থনাই রইল এই ক্রিসমাস ইভে ।"
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও বললেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" তাঁর মতে, একসঙ্গে সবাই মিলে বসবাস করাটাই বাঞ্ছনীয়। সমস্ত ধর্মই শেখায় কীভাবে সুস্থভাবে একে অপরকে ভালোবাসায় বেঁধে রাখা যায়। একসঙ্গে থাকাটাই জীবনের মূল মন্ত্র। সারা পৃথিবীতে শান্তিস্থাপন করতে যিশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন ।
বড়দিনের উৎসবের প্রশাসনিক প্রস্তুতি প্রসঙ্গে পরিতোষ বলেন, ‘‘ক্রিসমাস ইভ এবং বড়দিনের উৎসবে সারা শহর রাজপথে নেমে আসে। ভিড় করে পার্কস্ট্রিটে। তাই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ । এই দু’দিন কলকাতা পুলিশের আধিকারিকরা বারবার ফোন করে পরিস্থিতি সম্বন্ধে খোঁজ নেন। কোথায় কোথায় কখন সার্ভিস হবে ? সেটাই তাঁরা জানতে চান। কতজন ভক্ত সমাগম হবে- সেটাও তাঁরা জেনে নেন। আর সেই বুঝে ব্যবস্থা করেন। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজেই খোঁজ-খবর রাখেন। পুলিশদের সঙ্গে কথা বলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন । এছাড়াও তিনি তাঁর কাউন্সিলর বিধায়ক এবং সংসদদের স্থানীয় চার্চগুলিতে যেতে বলেন। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ’’
প্রসঙ্গত, মঙ্গলবার রাত এগারোটার সময় সেন্ট পলস ক্যাথিড্রালে প্রার্থনা শুরু হবে । আগামিকাল সকালেও প্রার্থনা হবে । আগামিকাল শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য ধর্মের মানুষরাও গির্জায় যান ৷ তাই তাদের জন্যও গির্জার দরজা খোলা থাকে ।