কলকাতা, 6 অক্টোবর:পাড়ার পুজোর উদ্বোধন সেরে ফেললেন বাংলার মহারাজ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তৃতীয়ার সন্ধেই পুজো উদ্বোধন করেন তিনি এবং পুজো কমিটির সভাপতি দেবীদাস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সৌরভ এদিন মণ্ডপে বসে সময় কাটান প্রতিবেশীদের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "মা দুর্গা যখন পশ্চিম বাংলায় আসেন সবার মধ্যে পজিটিভ এনার্জি দিয়ে যান। বাংলার বাইরের মানুষদের মধ্যেও পজিটিভিটি ছড়িয়ে দেন।" পাশাপাশি এদিন ভারতের প্রমিলা বাহিনীর পাক 'বধে' তিনি শুভেচ্ছো জানিয়েছেন হরমনপ্রীতদের ৷ সৌরভ এদিন খেলা নিয়ে কথা বললেও রাজ্যের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কিছু বলেননি ৷
তৃতীয়ার সন্ধেই পুজো উদ্বোধন করেন সৌরভ (ইটিভি ভারত) 52তম বর্ষে 'বড়িশা প্লেয়ার্স কর্নার'-এর থিম '9-এ নকশাকল্প'। তাদের এবারের অঙ্গীকার 'নারী সম্মানেই হোক মাতৃ আরাধনা'। 'নকশাকল্প' বলতে এখানে আল্পনার কথা বোঝাতে চেয়েছে পুজোর সেক্রেটারি জুঁই গঙ্গোপাধ্যায়। পুজো হোক বা বিয়ে, আল্পনা ছাড়া সম্পন্ন হয় না কোনও শুভ অনুষ্ঠান। আগের আল্পনার কায়দার সঙ্গে আজকের আল্পনার অনেক পার্থক্য এসেছে। লতার জায়গায় এসেছে জ্যামিতিক নকশা-সহ আরও নানা নকশা। সেই পার্থক্যটাই এই মণ্ডপে এলে খুঁজে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী সন্দীপ মুখোপাধ্যায়, তাপসী মুখোপাধ্যায়।
বড়িশা প্লেয়ার্স কর্নারে হাজির বাংলার মহারাজ (নিজস্ব ছবি) সেই আল্পনাতেই এবার সেজে উঠছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়া 'বড়িশা প্লেয়ার্স কর্নার'-এর 52তম বর্ষের পুজো। মণ্ডপসজ্জাতে ব্যবহৃত হচ্ছে কাঁচ, পাটের দড়ি, কাপড়-সহ আরও অনেককিছু। এতকাল সাবেকি পুজোতেই অভ্যস্ত ছিল 'বড়িশা প্লেয়ার্স কর্নার'। গত 2 বছর ধরে থিমের পথে হাঁটতে এই মহারাজের পাড়ার পুজো। তবে, মাতৃ প্রতিমায় বেশি কারিকুরি নেই তাঁদের। পাড়ার প্রবীণ সদস্যদের দাবি, মাকে যেন মায়ের মতোই দেখতে লাগে। তাঁর রূপ যেন বদলে না যায়..." আর সেই দাবি মেনে চলেন উদ্যোক্তারা।"