মোর্য যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যের নীতি আজও মেনে চলেন মানুষ ৷ যিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ ৷ চাণক্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন ৷ তাই জীবনে সফলতার পথে কী কী করতে হবে এই বিষয়ে অনেক কিছু উল্লেখ করে গিয়েছেন ৷ যা মানুষে মেনে চলেন ৷
চাণক্য নীতিতে জীবনে ঠিকভাবে এগিয়ে যাওয়া ও সাফল্যের চাবিকাঠি ঠিক সুন্দর করতে চাণক্যের নীতি গ্রহণযোগ্য ৷ কারণ কিছু বিষয় মাথায় রাখলেই সাফল্য আপনার হাতের মুঠোয় ৷ জীবনে সামনেরদিকে এগিয়ে নিয়ে যেতে চাণক্য নীতি আজও দৃশ্যমান ৷ তাই জেনে নিন, জীবনে সাফল্য পেতে গেলে কী কী নিয়ম মেনে চলতে পারেন ?
পরিস্থিতি অনুযায়ী নিজের জায়গা ঠিক রাখা: আচার্য চাণক্য বলে গিয়েছেন, সাফল্য পেতে গেলে পরিস্থিতি অনুযায়ী নিজের জায়গা ধরে ও পরিস্থিতিকে মেনে নেওয়া বুদ্ধিমত্তার কাজ ৷ আপনার সরল মনের বা বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে ৷ কিন্তু সময় ঠিক কাটিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া জরুরি ৷
লোভ করা ঠিক নয়: লোভের ফলে অনেকেই ভুল পথে চালিত হন ৷ যে কারণে বহু মানুষকেই সমস্যায় পড়তে হয় ৷ তাই চাণক্য নীতি অনুসারে কোনও জিনিস করার আগে অবশ্যই সিদ্ধান্ত বিবেচনা করে ঠিক রাস্তা বাছুন ৷ লোভ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে ৷
কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই: চাণক্য নীতি অনুযায়ী, কঠোর পরিশ্রম এবং ভালোগুণ কোনও ব্যক্তিকে সুখ সম্পদ ও অর্থ উপার্জনে সাফল্য দিতে সাহায্য় করে । কিন্তু অনেকেই প্রয়োজন ছাড়া অর্থ ব্যয় করে থাকেন ৷ প্রয়োজন ছাড়াই জিনিসপত্র কিনলে আপনার অর্থটান হতে পারে ৷ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা একটা ভালো অভ্যাস ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)