পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

এই ঠান্ডায় ঠোঁটকে সুন্দর রাখতে বাড়িতেই বানান এই লিপবামগুলি - NATURAL LIP BALM

শীতকালে ঠান্ডা বাতাস এবং শরীরে জলের অভাব অনেক সময় ত্বক ও ঠোঁটকে শুষ্ক করে তোলে ৷ তারজন্য ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন ৷

Winter Lips Care
ঘরোয়া উপায়ে বাড়িতে লিপবাম (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 21, 2025, 5:22 PM IST

সাধারণত গ্রীষ্মকালে ঘামের কারণে ও আবহাওয়ায় আমাদের ত্বক ও ঠোঁট শুষ্কতা কম থাকে ৷ তবে শীতকালে এই সমস্যা সাধারণ । এই মরশুমে জল কম পান করা হয় । এর কারণে শুষ্ক ত্বক এবং শুষ্ক ঠোঁটের সমস্যা শুরু হয় ।

শীতে শুষ্ক ত্বকের যত্ন নিতে মানুষ ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন ৷ তবে ত্বকের পাশাপাশি ঠোঁটকেও উপেক্ষা করা ঠিক নয় ৷ ঠোঁটের যত্ন না নিলে ফেটে যাবে ও রক্তক্ষরণও হতে থাকে অনেকসময় ৷ বাজারে পাওয়া যায় এমন লিপবাম রাসায়নিক পদার্থে পূর্ণ এবং ঠোঁটের ক্ষতি করতে পারে ।

লিপবামের গুণমান ভালো হলে তা ব্যয়বহুল । অতএব, সঠিক লিপবাম নির্বাচন করা কঠিন হতে পারে । এমন পরিস্থিতিতে, সবচেয়ে সহজ পদ্ধতিটি বেছে নিন ৷ বাড়িতেই লিপবাম বানিয়ে নিতে পারেন খুব সহজেই । জেনে নিন, ঘরোয়া কিছু লিপবাম সম্পর্কে যেগুলি আপনার ঠোঁটকে সুন্দর করতে সাহায্য করবে ৷

বিটের লিপবাম:বিটের রস বের করে ভালো করে ফুটিয়ে নিন ৷ এরপর এতে ভিটামিন ই ক্যাপসূল ও নারকেল তেল যোগ করুন ৷ ভালো করে মিশিয়ে আরও একবার ফুটিয়ে নিন ৷ এবার মিশ্রণটি ঘন হয়ে গেলে ঠান্ডা করতে দিন ৷ ঠান্ডা হয়ে গেলে একটি ছোট কনটেনারে সংগ্রহ করুন ৷ এটি আপনি চাইলে গালে হালকা ব্লাসার হিসাবেও ব্যবহার করতে পারবেন ৷

রোজ লিপবাম: গোলাপের পাপড়ি ছিঁড়ে, ধুয়ে ভালো করে পেষ্ট করে নিন । এতে নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি এবং ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন এবং ভালোভাবে মেশান । এই মিশ্রণ 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিন । তারপর ফিল্টার করুন । ফিল্টার করার পরে, যে মিশ্রন থাকবে সেটি ভালোভাবে বিট করুন । এরপর গোলাপি রঙের তরল লিপবাম পাওয়া যাবে । এটি একটি পাত্রে ভরে ফ্রিজে ঠান্ডা করার পর ব্যবহার করুন । এটি ঠোঁটকে নরম করতে সাহায্য় করবে ৷

শিয়া বাটার লিপবাম: শিয়া বাটার এবং বীজের মোম একসঙ্গে গরম করে গলিয়ে নিন । গ্যাস থেকে সরানোর পরে, স্পিয়ারমিন্ট এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা যোগ করুন । একটি লিপবাম পাত্রে এটি ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিলেই প্রস্তুত শিয়াবাটার লিপবাম ৷ শিয়া বাটার আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য় করে ৷

https://www.ijfmr.com/papers/2024/4/25355.pdf

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6261181/

https://pubmed.ncbi.nlm.nih.gov/33480103/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details