পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকায় মাদক পাচার, চিনের উপর 10 শতাংশ কর লাগুর পথে প্রেসিডেন্ট ট্রাম্প - US PRESIDENT TRUMP TARIFF ON CHINA

চিন থেকে ফেনটানিল মাদক পৌঁছয় কানাডা ও মেক্সিকোয় ৷ সেখান থেকে এই ড্রাগ আসে আমেরিকায় ৷ এই পাচার রোধে কড়া ব্যবস্থা নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷

US President Donald Trump
হোয়াইট হাউজে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি সৌজন্য: আমেরিকার প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jan 22, 2025, 5:49 PM IST

Updated : Jan 22, 2025, 6:39 PM IST

ওয়াশিংটন, 22 জানুয়ারি: 'আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলব'- এই উদ্দেশ্য সাধনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম নিশানা কি চিন ? শপথ নেওয়ার পরদিন, মঙ্গলবার হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের জানালেন, চিন থেকে কিছু আমদানি করলে তার উপর 10 শতাংশ কর দিতে হবে ৷ কারণ, মেক্সিকো ও কানাডায় মারণ ড্রাগ ফেনটানিল সরবরাহ করে চিন ৷ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দিয়ে আমেরিকায় পৌঁছয় এই মাদক দ্রব্য ৷

তাই ফেনটানিল রোধে 1 ফেব্রুয়ারি থেকে কর লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন ৷ এই প্রসঙ্গে হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, "মেস্কিকো ও কানাডার মধ্যে দিয়ে আমেরিকায় ফেনটানিল পাচার করছে চিন ৷ তাই আমরা চিনের জিনিসপত্রের উপর 10 শতাংশ কর আরোপ করতে চলেছি ৷" এই বৈঠকে হাজির ছিলেন ওব়্যাকল সিটিও ল্যারি এলিসন, সফ্টব্যাঙ্ক-এর সিইও মাসাইয়োশি সন এবং ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান ৷

এই কর কবে থেকে লাগু করা হবে, সেই প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট জানান 1 ফেব্রুয়ারি থেকে চিনের সামগ্রীর উপর 10 শতাংশ কর লাগু কার্যকর হবে ৷ তিনি আরও বলেন, "মেক্সিকো ও কানাডার জন্য আমরা 25 শতাংশ কর লাগু করব বলে ঠিক করেছি ৷" মেক্সিকো ও কানাডা- দু'টি প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে আমেরিকায় অনুপ্রবেশের ঘটনা প্রায়শ ঘটে ৷ তাই এর আগেও এই দু'টি দেশের উপর কর চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প ৷ এছাড়া ফেনটানিলের পাচার তো আছেই ৷

গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের কথা হয়েছে ৷ তখন অবশ্য চিনের প্রেসিডেন্টকে এই কর লাগু নিয়ে তেমন কিছু বলেননি, সাংবাদিকদের এমনটাই জানান প্রেসিডেন্ট ট্রাম্প ৷ তিনি বলেন, "প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে আগেও আমার কথা হয়েছে ৷ আমি বলেছি, আমরা আমাদের দেশে এইসব অপ্রয়োজনীয় জিনিস চাই না ৷"

প্রথম বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি চুক্তি হয়েছিল ৷ চিন সরকার জানিয়েছিল ফেনটানিলের মতো মাদক পাচারের জন্য পাচারকারীকে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি দেওয়া হবে ৷ এই কথা মনে করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "চিনের সঙ্গে আমার একটা চুক্তি করতে হয়েছিল ৷ যেখানে তিনি (চিনের প্রেসিডেন্ট শি জিনপিং) সর্বোচ্চ সাজা দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ চিনে সেটা মৃত্যুদণ্ড ৷ মাদক নিয়ে কারবার করলে ফাঁসি দেওয়া হবে বলে জানিয়েছিল চিন। সব ঠিকও হয়ে গিয়েছিল ৷ তিনি বলেছিলেন, ফেনটানিল কারবারিরা যদি আমেরিকায় মাদক পাঠায়, তাহলে তাঁদের সর্বোচ্চ দেবেন ৷ কিন্তু বাইডেন এইসব কিছুই করেননি ৷"

সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে দুষে নয়া প্রেসিডেন্ট বলে চলেন, "আমরা প্রায় সবকিছু চূড়ান্ত করে ফেলেছিলাম এবং ঠিক সেই সময়ই নির্বাচন এসে গেল ৷ আমি এই বিষয়টিকে ভালোভাবে সামলাতে চাই ৷ আমরা অযোগ্য প্রেসিডেন্টকে নির্বাচিত করলাম এবং তিনি ওই চুক্তিটা কখনও অনুসরণই করলেন না ৷" ট্রাম্প জোর দিয়ে বলেন, "মৃত্যুদণ্ডের সাজা থাকলে চিন আর মেক্সিকো, কানাডা বা অন্য কোনও জায়গা দিয়েই আমেরিকায় ফেনটানিল পাচার করতে পারবে না ৷"

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হয়ে চিন থেকে আমদানি করা জিনিসপত্রের উপর 300 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের কর চাপিয়েছিলেন ৷ এবার সেই সীমাও অতিক্রম করে যাবেন ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চিনকে কি প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বলেছেন ? এর উত্তরে ট্রাম্পের সোজাসাপ্টা উত্তর, "চিন তেমন কিছু করেনি ৷ তাঁর (চিনের প্রেসিডেন্ট) অনেক ক্ষমতা আছে ৷ আমি বলেছি, আপনার বিষয়টা নিয়ে একটা সমঝোতায় আসা উচিত ছিল ৷"

Last Updated : Jan 22, 2025, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details