কালনা, 22 জানুয়ারি: এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালনা কলেজের সামনে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এসএফআইয়ের অভিযোগ, তারা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য বুধবার কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তাদের উপরে হামলা করে । তারা ঝামেলায় না গিয়ে সেখান থেকে সরে যায় । কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ঝামেলা করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।
এসএফআইয়ের পক্ষ থেকে বুধবার কালনা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মতো এদিন দুপুরে তারা কালনা কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েদের সঙ্গে বচসা শুরু হয় । যা হাতাহাতির রূপ নেয় । পরিস্থিতি সামাল দিতে যায় কালনা থানার পুলিশ । দুই পক্ষকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয় । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কালনা কলেজে ঢুকে অশান্তি বাধানোর পরিকল্পনা ছিল এসএফআইয়ের । তারা তাদের সেখান থেকে হটিয়ে দেয় ।
কালনা কলেজের সামনে এসএফআই-টিএমসিপির হাতাহাতি ঘিরে উত্তেজনা - TMCP SFI CLASH IN KALNA COLLEGE
বচসা থেকে হাতাহাতিতে জড়াল এসএফআই ও টিএমসিপি ৷ কালনা কলেজের সামনে ধুন্ধুমার ঘটনা নিয়ন্ত্রণে আনল পুলিশ ৷ কী বলছে দু'পক্ষ ?
Published : Jan 22, 2025, 9:37 PM IST
|Updated : Jan 22, 2025, 9:51 PM IST
কালনা, 22 জানুয়ারি: এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালনা কলেজের সামনে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এসএফআইয়ের অভিযোগ, তারা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য বুধবার কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তাদের উপরে হামলা করে । তারা ঝামেলায় না গিয়ে সেখান থেকে সরে যায় । কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ঝামেলা করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।
এসএফআইয়ের পক্ষ থেকে বুধবার কালনা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মতো এদিন দুপুরে তারা কালনা কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েদের সঙ্গে বচসা শুরু হয় । যা হাতাহাতির রূপ নেয় । পরিস্থিতি সামাল দিতে যায় কালনা থানার পুলিশ । দুই পক্ষকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয় । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কালনা কলেজে ঢুকে অশান্তি বাধানোর পরিকল্পনা ছিল এসএফআইয়ের । তারা তাদের সেখান থেকে হটিয়ে দেয় ।