ওয়াশিংটন, 22 জানুয়ারি: জেডি ভান্স নয়, তাঁর স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঊষা চিলুকুরি ভান্সকেই ভাইস প্রেসিডেন্ট করতে চেয়েছিলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ সোমবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সাফ বলেন, "তিনি (ঊষা ভান্স) আরও স্মার্ট, কিন্তু উত্তরাধিকার বাছাইপর্বে সেটা হয়ে ওঠেনি ৷"
এদিন আমেরিকার 50তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জেডি ভান্স ৷ তাঁর স্ত্রী 39 বছর বয়সি ঊষা ভান্স হলেন আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু সেকেন্ড লেডি ৷ গোলাপি রঙের কোট পরিহিতা ঊষা শপথ গ্রহণ অনুষ্ঠানে একহাতে ধরেন বাইবেল এবং অন্য হাতে ধরেছিলেন এক মেয়ে মিরাবেল রোজকে ৷ অন্যদিকে স্বামী জেডি ভান্সের বাঁ-হাতে ছিল খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ৷ তিনি ডানহাত উঁচু করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট শপথ নেন ৷
ঊষা চিলুকুরি ভান্স পেশায় আইনজীবী ৷ তাঁর উৎসের শিকড় ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ভাদলুরুতে ৷ জেন হ্যাডলে বার্কলের পর ঊষা ভান্স আমেরিকার কনিষ্ঠ সেকেন্ড লেডি ৷ ভাইস প্রেসিডেন্ট আলবেন বার্কলের স্ত্রী জেন হ্যাডলে বার্কলে 38 বছর বয়সে সেকেন্ড লেডি হয়েছিলেন ৷ ভাইস প্রেসিডেন্ট আলবেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সময়কালের ৷
আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ভিড় ছিল চোখে পড়ার মতোই ৷ 78 বছরের রিপাবলিকান ট্রাম্প উপস্থিত আমন্ত্রিতদের উদ্দেশ্যে বক্তৃতায় এই জনসমাগমকে 'সুন্দর' বলে প্রশংসা করেন ৷ তাঁর বাছাই করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে নিয়ে বলেন, "আমি জেডিকে অনেক দিন ধরে দেখছি ৷ আমি ওঁকে ওহিতোতেই অনুমোদন করেছিলাম ৷ তিনি দারুণ সেনেটর এবং খুব, খুব দক্ষ ৷" এরপরই ট্রাম্প বলে ওঠেন, "ওঁর থেকে আরও দক্ষ ওঁর স্ত্রী ৷" এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়ে হলঘর ৷
ট্রাম্প তখন জেডি'র দিকে তাকিয়ে বলেন, "আমি ওঁকেই (ঊষা ভান্স) চেয়েছিলাম কিন্তু উত্তরাধিকারের প্রক্রিয়াটা সেভাবে কাজ করেনি, ঠিক তো ?" উত্তরাধিকারের প্রক্রিয়াটা বলতে প্রেসিডেন্ট ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প ৷ ঊষার প্রশংসায় ট্রাম্প বলেন, "তিনি (ঊষা) দারুণ এবং তিনিও (জেডি ভান্স) দারুণ ৷ এরা দারুণ সুন্দর দম্পতি ৷ ওদের কেরিয়ারটা অবিশ্বাস্য ৷" ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানাঘ ৷ তিনি আবার ঊষা ভান্সের মেন্টরও ৷ বিচারপতি ব্রেট কাভানাঘ ও বিচারপতি জন রবার্টসের সঙ্গে কাজ করেছেন ঊষা ভান্স ৷