ETV Bharat / international

অভিজ্ঞরা আমেরিকায় আসুন, H1B ভিসা বিতর্কে মত প্রেসিডেন্ট ট্রাম্পের - H1B VISA DEBATE

প্রেসিডেন্ট পদে দায়িত্ব পাওয়ার পরই অভিবাসন নীতি নিয়ে পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প ৷ এইচ1বি ভিসা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ কী হবে ?

DONALD TRUMP ON H1B VISA
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (এপি)
author img

By PTI

Published : Jan 22, 2025, 2:16 PM IST

ওয়াশিংটন, 22 জানুয়ারি: প্রথম মেয়াদকালে 2020 সালে বিদেশি অতিথি কর্মীদের ভিসা অর্থাৎ এইচ1বি ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দ্বিতীয়বার ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর এই ভিসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিতর্কের এই আবহে মার্কিন প্রেসিডেন্টের মত, তিনি চান অভিজ্ঞ ব্যক্তিরা আমেরিকায় আসুন ৷

ট্রাম্প বলেন, "এইচ1বি ভিসা সম্পর্কে আমি খুব ভালো করে বুঝি ৷ ওয়াইন বিশেষজ্ঞ, রেস্তরাঁর কর্মী এমনকী পরিবেশক-প্রতিটি ক্ষেত্রেই অভিজ্ঞ কর্মীদের প্রয়োজন ৷ প্রযুক্তিগত ক্ষেত্রেও কর্মদক্ষ ইঞ্জিনিয়রের প্রয়োজনীয়তা রয়েছে ৷ আমি চাই, অভিজ্ঞরা আমেরিকায় আসুন ৷" তিনি আরও বলেন, "কর্মদক্ষ মানুষদের অবদানে দেশের কর্মক্ষেত্র আরও উন্নত হবে ৷ অনেক বেশি আয় হবে ৷ আর এই পদক্ষেপ একমাত্র এইচ1বি ভিসার সাহায্যে সম্ভব ৷"

উল্লেখ্য, কর্মসূত্রে আমেরিকায় যেতে হলে এইচ1বি ভিসার প্রয়োজন ৷ এই ভিসার সাহায্য়ে প্রথমে 3 বছর ৷ পরে আরও 3 বছর সেদেশে থাকার অনুমতি দেয় মার্কিন প্রশাসন ৷ প্রথম মেয়াদকালে এই ভিসাকে সাময়িকভাবে রদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প ৷ এমনকী, 2024 সালের নির্বাচনী প্রচারেও এই ভিসার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি ৷ তারপর থেকেই এই ভিসার সাহায্য়ে মার্কিন মুলুকে রয়েছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

ট্রাম্প ঘনিষ্ট তথা স্পেস এক্স-এর কর্ণধার ইলন মাস্ক এই ভিসার সমর্থন করায় বিতর্ক আরও জোড়ালো হয়ে ওঠে ৷ তাঁর যুক্তি, এই ভিসার সাহায্যে বহু অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়র পেয়েছে আমেরিকা ৷ এই আবহে মঙ্গলবার প্রযুক্তিগত সংস্থা ওরাকেলের সিটিও ল্যারি এলিসন, সফটব্যাঙ্কের সিইও মাসাইয়োসি সন এবং ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ বৈঠকের পর এইচ1বি ভিসা প্রসঙ্গে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি ৷

পড়ুন: মসনদে বসেই অভিবাসন নীতিতে কড়া ট্রাম্প ! মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ

ওয়াশিংটন, 22 জানুয়ারি: প্রথম মেয়াদকালে 2020 সালে বিদেশি অতিথি কর্মীদের ভিসা অর্থাৎ এইচ1বি ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দ্বিতীয়বার ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর এই ভিসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিতর্কের এই আবহে মার্কিন প্রেসিডেন্টের মত, তিনি চান অভিজ্ঞ ব্যক্তিরা আমেরিকায় আসুন ৷

ট্রাম্প বলেন, "এইচ1বি ভিসা সম্পর্কে আমি খুব ভালো করে বুঝি ৷ ওয়াইন বিশেষজ্ঞ, রেস্তরাঁর কর্মী এমনকী পরিবেশক-প্রতিটি ক্ষেত্রেই অভিজ্ঞ কর্মীদের প্রয়োজন ৷ প্রযুক্তিগত ক্ষেত্রেও কর্মদক্ষ ইঞ্জিনিয়রের প্রয়োজনীয়তা রয়েছে ৷ আমি চাই, অভিজ্ঞরা আমেরিকায় আসুন ৷" তিনি আরও বলেন, "কর্মদক্ষ মানুষদের অবদানে দেশের কর্মক্ষেত্র আরও উন্নত হবে ৷ অনেক বেশি আয় হবে ৷ আর এই পদক্ষেপ একমাত্র এইচ1বি ভিসার সাহায্যে সম্ভব ৷"

উল্লেখ্য, কর্মসূত্রে আমেরিকায় যেতে হলে এইচ1বি ভিসার প্রয়োজন ৷ এই ভিসার সাহায্য়ে প্রথমে 3 বছর ৷ পরে আরও 3 বছর সেদেশে থাকার অনুমতি দেয় মার্কিন প্রশাসন ৷ প্রথম মেয়াদকালে এই ভিসাকে সাময়িকভাবে রদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প ৷ এমনকী, 2024 সালের নির্বাচনী প্রচারেও এই ভিসার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি ৷ তারপর থেকেই এই ভিসার সাহায্য়ে মার্কিন মুলুকে রয়েছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

ট্রাম্প ঘনিষ্ট তথা স্পেস এক্স-এর কর্ণধার ইলন মাস্ক এই ভিসার সমর্থন করায় বিতর্ক আরও জোড়ালো হয়ে ওঠে ৷ তাঁর যুক্তি, এই ভিসার সাহায্যে বহু অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়র পেয়েছে আমেরিকা ৷ এই আবহে মঙ্গলবার প্রযুক্তিগত সংস্থা ওরাকেলের সিটিও ল্যারি এলিসন, সফটব্যাঙ্কের সিইও মাসাইয়োসি সন এবং ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ বৈঠকের পর এইচ1বি ভিসা প্রসঙ্গে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি ৷

পড়ুন: মসনদে বসেই অভিবাসন নীতিতে কড়া ট্রাম্প ! মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.