লাস ভেগাস, 18 জুলাই: করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ লাস ভেগাসে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা ৷ সেখানেই মারণ ভাইরাসে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি ৷ হোয়াইট হাউস জানিয়েছে, অসুস্থতার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল ৷ তারপরেই প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা করানো হয় ৷
হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘‘তাঁকে (রাষ্ট্রপতি বাইডেন) টিকা দেওয়া হয়েছে ৷ কোভিডের হালকা লক্ষণ দেখা গিয়েছে । রাষ্ট্রপতি ডেলাওয়্যারে ফিরে আসবেন ৷ সেখানে তিনি নিভৃতবাসে থাকবেন ৷ নিভৃতবাসে থাকলেও তাঁর সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে থাকবেন ।’’
নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ পুরোদমে নির্বাচনী প্রচারে নামলেও মার্কিন প্রেসিডেন্ট আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দৌড়ে আছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ ‘হ্যারিস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য’, বাইডেনের এই মন্তব্যের পর থেকেই এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ তাঁর একাধিক বক্তব্য শুনে মনে হয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তিনি এগিয়ে দেবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ৷
অন্যদিকে 81 বছর বয়সি প্রেসিডেন্ট গত চার বছরে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার সময় এবং সাংবাদিক সম্মেলনের সময় এমন বিভিন্ন সময় হয়েছে, যখন বাইডেন পোডিয়ামে দাঁড়িয়ে হঠাৎ করে তার ভাবনা হারিয়ে ফেলেছেন, বিভ্রান্ত হয়ে পড়েছেন, কথা পিছলে গিয়েছে, এমনকী এসবের জন্য তাঁকে বহুবার সাহায্যও করতে হয়েছিল । ফলে ওয়াকিবহাল মহল বলছে, মার্কিন মুলুকে চেয়ার দখলের লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বাইডেন ৷