পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইজরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা, জি-7 নেতাদের বৈঠকের ডাক বাইডেনের - Biden condemns Iran attack - BIDEN CONDEMNS IRAN ATTACK

Biden condemns Iran attack on Israel: ইজরায়েলের উপর ইরানের বেনজির বিমান হামলার নিন্দা করলেন জো বাইডেন ৷ এই হামলার বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া তৈরি করতে রবিবার জি-7 নেতাদের একটি বৈঠকে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Apr 14, 2024, 9:59 AM IST

Updated : Apr 14, 2024, 10:23 AM IST

ওয়াশিংটন, 14 এপ্রিল: ইজরায়েলের উপর ইরানের নজিরবিহীন বিমান হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই হামলার বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া তৈরি করতে রবিবার জি-7 নেতাদের একটি বৈঠকে ডেকেছেন তিনি ৷ আমেরিকান বাহিনী তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে ৷ ইজরায়েল বলেছে যে, তারা এবং তার মিত্ররা ইরানের ছোড়া 200টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে ।

নেতানইয়াহুর সঙ্গে ফোন কথা বলার পর বাইডেন বলেন, "আজ এর আগে, ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকে কাজ করেছে ইরান এবং এর প্রক্সিরা ইজরায়েলের সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে একটি নজিরবিহীন বিমান হামলা শুরু করেছে । আমি এই হামলার সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানাই ৷"

বাইডেন বলেন, "তাঁর নির্দেশে ইজরায়েলের প্রতিরক্ষা ক্ষেত্রের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে এই অঞ্চলে প্রতিরক্ষার জন্য বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী স্থানান্তর করেছে । তারই সৌজন্যে আমাদের সেনা সদস্যদের অসাধারণ দক্ষতার জন্য, আমরা ইজরায়েলকে প্রায় সমস্ত আগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নামাতে সাহায্য করেছি । আমি ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি ৷"

বাইডেনের কথায়, ইজরায়েল তার শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, ইরানের এই বেনজির হামলা তারা প্রতিহত করবে এবং এই হামলা তাদের প্রতিরক্ষা ক্ষেত্রের আদেও কোনও হুমকি নয় ৷ হামলাকারীকে পরাজিত করার জন্য ইজরায়েল ইতিমধ্যেই অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট । তিনি বলেন, "আগামিকাল আমি ইরানের এই নির্লজ্জ হামলার বিরুদ্ধে একত্রিত কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্য আমার সহযোগীদের বৈঠকে আহ্বান জানাব এবং আমরা ইজরায়েলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রাখব ৷ আমাদের কোনও বাহিনী বা স্থাপনাগুলিতে আজ আক্রমণ দেখিনি, তাই আমরা সমস্ত হুমকির প্রতি সজাগ থাকব এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে দ্বিধা করব না ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
  2. রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, কারমান লাইন পেরবেন গোপী থোটাকুরা
  3. ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা
Last Updated : Apr 14, 2024, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details