ওয়াশিংটন, 14 এপ্রিল: ইজরায়েলের উপর ইরানের নজিরবিহীন বিমান হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই হামলার বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া তৈরি করতে রবিবার জি-7 নেতাদের একটি বৈঠকে ডেকেছেন তিনি ৷ আমেরিকান বাহিনী তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে ৷ ইজরায়েল বলেছে যে, তারা এবং তার মিত্ররা ইরানের ছোড়া 200টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে ।
নেতানইয়াহুর সঙ্গে ফোন কথা বলার পর বাইডেন বলেন, "আজ এর আগে, ইয়েমেন, সিরিয়া ও ইরাক থেকে কাজ করেছে ইরান এবং এর প্রক্সিরা ইজরায়েলের সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে একটি নজিরবিহীন বিমান হামলা শুরু করেছে । আমি এই হামলার সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানাই ৷"
বাইডেন বলেন, "তাঁর নির্দেশে ইজরায়েলের প্রতিরক্ষা ক্ষেত্রের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে এই অঞ্চলে প্রতিরক্ষার জন্য বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী স্থানান্তর করেছে । তারই সৌজন্যে আমাদের সেনা সদস্যদের অসাধারণ দক্ষতার জন্য, আমরা ইজরায়েলকে প্রায় সমস্ত আগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নামাতে সাহায্য করেছি । আমি ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি ৷"
বাইডেনের কথায়, ইজরায়েল তার শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, ইরানের এই বেনজির হামলা তারা প্রতিহত করবে এবং এই হামলা তাদের প্রতিরক্ষা ক্ষেত্রের আদেও কোনও হুমকি নয় ৷ হামলাকারীকে পরাজিত করার জন্য ইজরায়েল ইতিমধ্যেই অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট । তিনি বলেন, "আগামিকাল আমি ইরানের এই নির্লজ্জ হামলার বিরুদ্ধে একত্রিত কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্য আমার সহযোগীদের বৈঠকে আহ্বান জানাব এবং আমরা ইজরায়েলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রাখব ৷ আমাদের কোনও বাহিনী বা স্থাপনাগুলিতে আজ আক্রমণ দেখিনি, তাই আমরা সমস্ত হুমকির প্রতি সজাগ থাকব এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে দ্বিধা করব না ৷" (পিটিআই)
আরও পড়ুন:
- কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
- রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, কারমান লাইন পেরবেন গোপী থোটাকুরা
- ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা