পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

25 বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল তাইওয়ান; জাপানেও সুনামি সতর্কতা - strong earthquake hits Taiwan - STRONG EARTHQUAKE HITS TAIWAN

Strong Earthquake hits Taiwan: বুধবার সকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান দ্বীপ ৷ তার পরেই জাপানের দক্ষিণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ৷

ETV Bharat
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 7:07 AM IST

Updated : Apr 3, 2024, 8:09 AM IST

তাইপেই (তাইওয়ান), 3 এপ্রিল: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান ৷ স্থানীয় সময় বুধবার সকাল 7.58 মিনিটে ভূমিকম্প হয় তাইওয়ানে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.5 ৷ ছোট্ট দ্বীপটির বহু জায়গায় বাড়ি ভেঙে পড়েছে ৷ এদিকে এরপরই জাপানের দক্ষিণে অবস্থিত ওকিনাওয়া দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছে ৷ জাপানের আবহাওয়া এজেন্সির সতর্কতা অনুযায়ী, 3 মিটার পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে, ভূমিকম্পের আধ ঘণ্টা পরেই মিয়াকো এবং ইয়ায়েমা দ্বীপগুলিতে সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে ৷

তবে তাইওয়ানের ভূমিকম্প নজরদারি নিজস্ব এজেন্সি জানিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2 ৷ এদিকে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী এর তীব্রতা 7.4 ৷ সকাল 7.58 মিনিটে এই ভূমিকম্প হয় ৷ তাইওয়ানের হুয়ালিন শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের 35 কিমি গভীরে অবস্থিত ৷

তাইওয়ানের ভূমিকম্প নজরদারি সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্প চিনের উপকূলে অবস্থিত কিনমেন দ্বীপেও অনুভূত হয়েছে ৷ শক্তিশালী ভূমিকম্পের পর অনেকগুলি ভূকম্পন-পরবর্তী ভূকম্পন হয়েছে তাইওয়ানে ৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী 7.5 তীব্রতার ভূমিকম্পের পরই 6.5 তীব্রতার ভূমিকম্প হয় ৷ এর কেন্দ্রস্থল ছিল 11.8 কিমি গভীরে ৷ এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, হাওয়াই বা আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনও সুনামি সতর্কতা জারি করা নেই ৷

ঘন জনবসতিপূর্ণ শহর হুয়ালিনে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে ৷ একটি পাঁচতলা বাড়ি 45 ডিগ্রি কোণে হেলে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে ৷ এই বাড়িটির একতলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ রাজধানীতে পুরনো বাড়িগুলি থেকে চাঙড় খসে পড়ছে ৷

এদিকে তাইওয়ানের ভূমিকম্পের সঙ্গে সঙ্গে জাপানে সুনামির সতর্কতা জারি হয় ৷ জাপানের মেটেওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের 15 মিনিট পরেই ইয়োনাগুনি শহরের উপকূলে 1 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে ৷ মনে করা হচ্ছে, 1999 সালের পর তাইওয়ানে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত তাইওয়ান ৷ এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা ৷

আরও পড়ুন:

  1. জাপানের ভূমিকম্পে 28 তলায় আটকে রাজামৌলি, কেমন আছেন, জানালেন ছেলে
  2. জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 55 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়
Last Updated : Apr 3, 2024, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details