পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিলির জঙ্গলে বিধ্বংসী দাবানল, মৃত কমপক্ষে 46 - Chile

Chile forest fires: দক্ষিণ আমেরিকার চিলির বিস্তীর্ণ জঙ্গলে ভয়াবহ আগুন লেগে ধ্বংস হয়েছে বহু বাড়িঘর ৷ নষ্ট হয়েছে অন্ততপক্ষে 8 হাজার হেক্টর জমি ৷ এল নিনোর প্রভাবে এই দাবানলের উৎপত্তি বলে মনে করছেন পরিবেশবিদরা ৷

ETV Bharat
চিলির জঙ্গলে দাবানল

By PTI

Published : Feb 4, 2024, 9:33 AM IST

ভিনা ডেল মার (চিলি), 4 ফেব্রুয়ারি:দাবানলে মৃত্যু হল কমপক্ষে 46 জনের ৷ শনিবার সন্ধ্যায় দক্ষিণ আমেরিকার চিলির প্রেসিডেন্ট জানিয়েছেন, মধ্য চিলির একটি জঙ্গলে ভয়াবহ আগুন লাগে ৷ আর তার চারদিকে ঘনজনবসতি রয়েছে ৷ এর ফলে বহু লোকের মৃত্যু হয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে 1 হাজার 100টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷

দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতার দেওয়ার সময় প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সবাইকে এই দাবানলের বিষয়ে সতর্ক করেন ৷ তিনি জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ ভালপারাইসো এলাকার 4টি জায়গায় বিধ্বংসী আগুন লেগেছে ৷ আর পরিস্থিতির আরও অবনতি হচ্ছে ৷ এদিকে দমকলবাহিনী ওই ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারী মানুষের কাছে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই অবস্থায় প্রেসিডেন্ট চিলির বাসিন্দাদের কাছে উদ্ধারকারীদের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়েছেন ৷

চিলির জঙ্গলে দাবানলে মৃত বহু

এদিন প্রেসিডেন্ট বলেন, "আপনাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বললে, কোনও দ্বিধা করবেন না ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ এদিকে আবহাওয়াও এমন যে তা এই আগুন ছড়াতে সাহায্য করছে ৷ তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ঝোড়ো হাওয়া বইছে আর এর সঙ্গে আর্দ্রতাও খুব কম ৷" দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ক্যারোলিনা টোহ জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ চিলির বিভিন্ন জায়গায় 92 টি দাবানল জ্বলছে ৷ তাই এই এলাকাগুলিতে তাপমাত্রা অস্বাভাবিক রকমের বৃদ্ধি পেয়েছে ৷ এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ভালপারাসো এলাকায় ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আর্জি জানিয়েছে ৷ এলাকা থেকে একটু দূরে যাঁরা বাস করছেন, তাঁদের বাড়ি থেকে বেরতে নিষেধ করা হচ্ছে ৷ তাহলে ওই এলাকা দিয়ে দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অন্য জরুরি পরিষেবার গাড়িগুলি সহজে যাতায়াত করতে পারবে ৷

এক বাসিন্দা রোনাল্ডো ফার্নান্দেজ বলেন, "আমি এখানে 32 বছর ধরে বাস করছি ৷ কখনও ভাবতে পারিনি এরকম হবে ৷" দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ক্যারোলিনা টোহ বলেন "শুক্রবার থেকে কুইলপু এবং ভিলা আলেমানা শহরের কাছে দু'টি জায়গায় আগুন লেগে অন্ততপক্ষে 8 হাজার একর জমি নষ্ট হয়ে গিয়েছে ৷" রাস্তা দিয়ে সার দিয়ে পোড়া গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে ৷ রোনাল্ডো ফার্নান্দেজের বাড়িটি ধ্বংস হয়ে গিয়েছে ৷ তাঁর আক্ষেপ, "আমি সারাজীবন ধরে কাজ করেছি ৷ এখন আমার কাছে কিছু নেই ৷" ভালপারাসোর কাছে 3টি অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে ৷ 19টি হেলিকপ্টার এবং 450টিরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷

মনে করা হচ্ছে এই দাবানলের জন্য দায়ী এল নিনো ৷ এর ফলে খরা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পাশাপাশি দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলে তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ৷ এতে জঙ্গলে আগুন লাগার আশঙ্কা থাকে ৷ এই বছরের জানুয়ারিতেই শুষ্ক আবহাওয়ার কারণে কলম্বিয়ায় 17 হাজার হেক্টর জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  2. মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুন
  3. টোকিয়োর রানওয়েতে অবতরণের সময় বিমানে ভয়াবহ আগুন, মৃত 5

ABOUT THE AUTHOR

...view details