পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

'সাহসী ব্যক্তি', শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পুতিন - PUTIN CONGRATS TRUMP

অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছেপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ৷

PUTIN CONGRATS TRUMP
ট্রাম্পকে শুভেচ্ছা পুতিনের (এপি)

By AP (Associated Press)

Published : Nov 8, 2024, 10:15 AM IST

মস্কো, 8 নভেম্বর: মার্কিন মসনদে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প ৷ এই জয়ে এবার তাঁকে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ শুধু তাই নয়, জুলাইয়ে হামলার ঘটনায় ট্রাম্পের সাহসিকতারও প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷

সোচির ব্ল্যাক সি রিসর্টে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, "তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান ৷ একজন রাষ্ট্রনেতার ঠিক যা করা উচিত, তিনি সেটাই করেছেন ৷ তাঁর এই ব্যবহার আমাকে মুগ্ধ করেছে ৷" সেই সঙ্গে, ট্রাম্পের সঙ্গে আলোচনারও ইচ্ছেপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ৷

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশের একাধিক রাষ্ট্রপ্রধান বুধবারই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন । কিন্তু ক্রেমলিনের তরফে সেদিন কোনও শুভেচ্ছাবার্তা পাঠানো হয়নি । অবশেষে তাঁকে শুভেচ্ছা জানালেন পুতিন ৷ তবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কী হবে, সে বিষয়ে কোনও মত দিতে এখনই রাজি নন পুতিন ৷

তিনি বলেন, "প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের এটাই শেষবার ৷ সুতরাং, তিনি কীভাবে দায়িত্ব সামলাবেন, এটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ আগামী দিনে দু'দেশের সম্পর্ক কী হবে, সেই বিষয়েও আমার কোনও ধারণা নেই ৷ তবে তিনি ইউক্রেন সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেছিলেন ৷ আশা করি, খুব শীঘ্রই আমাদের মধ্যে সেই আলোচনা হবে ৷"

রুশ প্রেসিডেন্ট পুতিনকে কখনও সরাসরি আক্রমণ করেননি ট্রাম্প ৷ যদিও ক্রেমলিনের অভিযোগ, তাঁর আমলেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন ৷ শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে ৷ ইউক্রেনের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে ঘৃতাহুতির কাজ করেছে ৷ সুতরাং, ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর তারই পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে সন্দেহের সুর শোনা যায় পুতিনের বক্তব্যে ৷

তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে খুব শীঘ্রই আলোচনা হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ ৷ তিনি জানান, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন পুতিন ৷ তাঁর কথায়, "দুই দেশের সম্পর্ক খারাপ অবস্থায় রয়েছে ৷ এবার মার্কিন নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, সম্পর্ক একই রকম থাকবে, না-কি কোনও পরিবর্তন হবে !"

পড়ুন:ট্রাম্পকে অভিনন্দন জিনপিংয়ের, মতভেদ ঘোচাতে একত্রে সমাধানসূত্র খোঁজার আহ্বান

ABOUT THE AUTHOR

...view details