রাফাহ (গাজা স্ট্রিপ), 27 জানুয়ারি: আন্তর্জাতিক আদালতের রায়ের পর কিছুটা হলেও পিছু হটলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ আন্তর্জাতিক আদালত সেনা অভিযানে গাজায় মৃত্যু এবং ধ্বংসের হার কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছে ৷ এই রায়ের পরেই কিছুটা ব্যারফুটে নেতানিয়াহু ৷ তিনি ঘোষণা করেছেন, "আমাদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এবং কাজ করব। সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত গাজার উপর চাপ সৃষ্টি করে যাব ।" গাজার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, "শনিবারের শুরুতে একটি বিমান হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই ঘটনায় তিন প্যালেস্তাইনবাসীর প্রাণ গিয়েছে ৷" তবে ইজরায়েলের সেনাবাহিনী বলেছে, "দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে তারা এই হামলা চালায় ।"
ইজরায়েলের সেনাবাহিনী এখন তদন্তের অধীনে রয়েছে ৷ জাতিসংঘের শীর্ষ আদালত ইজরায়েলকে এক মাসের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে । শুক্রবার আদালত যুদ্ধবিরতির পক্ষে কোনও নির্দেশ দেয়নি ৷ তবে আদালত গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় 4 মাসের যুদ্ধে ইজরায়েলের আচরণের আংশিক তিরস্কার করেছে ।