পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রধানমন্ত্রী মোদি কূটনৈতিক উন্নয়নে সিঙ্গাপুরের প্রাক্তন প্রিমিয়ার লি'র ভূয়ষী প্রশংসা করেছেন - PM Narendra Modi

PM Modi in Singapore: মোদি-লি বৈঠকের পর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভারত-সিঙ্গাপুর কৌশলগত কূটনৈতিক অংশীদারিত্বের উন্নয়নে লি-এর অবদানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন লি ভারতের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্কের প্রতি মনোযোগ ও নির্দেশনা অব্যাহত রাখবেন।

PM Modi in Singapore
লি'র ভূয়ষী প্রশংসা করেছেন (ইটিভি ভারত)

By PTI

Published : Sep 5, 2024, 5:26 PM IST

সিঙ্গাপুর, 5 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রাক্তন প্রিমিয়ার লি সিয়েন লুংকে দু'দেশের সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক অংশীদারিত্বের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী ৷ মোদির দু'দিনের সফরের সঙ্গে ভারত ও সিঙ্গাপুর তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কূটনৈতিক অংশীদারিত্বে বেশ কিছুটা উন্নীত করেছে বলেই মনে করছে বিদেশ মন্ত্রক।

লি সিয়েন লুং, মোদির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ৷ সেই ভোজে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমার বন্ধু এবং সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের। তিনি সবসময় ভারত-সিঙ্গাপুরের ঘনিষ্ঠ সম্পর্কের একজন শক্তিশালী অংশ হিসাবে কাজ করেছেন ৷ বিভিন্ন বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টিও খুব সমৃদ্ধ। আমাদের দেশগুলি কীভাবে সবুজ শক্তি, ফিনটেক, ইত্যাদিতে একসঙ্গে কাজ করতে পারে সে সম্পর্কে আমরা একটি সুন্দর আলোচনা করেছি ৷" মে মাসে 72 বছর বয়সি লি সিয়েন লুং দুই দশক পর পদত্যাগ করেন ৷

লি সিয়েন এখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। মোদি-লি বৈঠকের পর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভারত সিঙ্গাপুর কৌশলগত কূটনৈতিক অংশীদারিত্বের উন্নয়নে লি-এর অবদানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন মন্ত্রী লি ভারতের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্কের প্রতি মনোযোগ ও নির্দেশনা অব্যাহত রাখবেন।

প্রধানমন্ত্রী মোদি এবং মন্ত্রী লি কৌশলগত অংশীদারিত্বে ভারত সিঙ্গাপুর সম্পর্কের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, বলেও বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে। দুই নেতা একমত হয়েছেন যে আরও কিছু করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের সময় চিহ্নিত সহযোগিতার স্তম্ভগুলির অধীনে ৷ তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করেছেন, বলেও জানানো হয়েছে ৷

মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। এর আগে, মোদি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গেও দেখা করেন। প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে বিনিয়োগ আকর্ষণ করা, কর্মকর্তারা জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details