পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

41 বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়া সফরে নরেন্দ্র মোদি - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: তিনদিনের বিদেশ সফরে সোমবার নয়াদিল্লি থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রথম গন্তব্য রাশিয়া ৷ সেখান থেকে তিনি যাবেন অস্ট্রিয়া ৷ 41 বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েনা যাচ্ছেন ৷ এর আগে গিয়েছিলেন ইন্দিরা গান্ধি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (পিএমও এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jul 8, 2024, 2:34 PM IST

নয়াদিল্লি, 8 জুলাই: একচল্লিশ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়া সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ এর আগে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন 1983 সালে ইউরোপের ওই দেশ সফরে গিয়েছিলেন ৷ জুলাইয়ের 9-10 তারিখে এই সফর ভারত ও অস্ট্রিয়ার মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষ্য়ে হচ্ছে ৷

দুই দেশের মধ্য়ে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল 1949 সালে ৷ এর পর 1955 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ৷ সেই হিসেবে মোদি তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়া সফরে যাচ্ছেন ৷ দুই দেশের সম্পর্ক নিয়ে বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে, তা হল - ভারত ও অস্ট্রিয়ার নেতা, মন্ত্রী ও সাংসদরা একে অন্যের দেশে নিয়মিত সফর করেছেন ৷ সবস্তরেই দুই দেশের মধ্য়ে সম্পর্ককে বরাবর জোরদার করার চেষ্টা করা হয়েছে ৷

দুই দেশেরই প্রধানমন্ত্রী-স্তরে ও প্রেসিডেন্ট-স্তরে সফরের ইতিহাস রয়েছে ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী হিসেবে 1971 সালে অস্ট্রিয়া সফর করেন ৷ 1980 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ব্রুনো ক্রেইস্কির ভারত সফরে আসেন । আবার 1983 সালে ইন্দিরা গান্ধির সফরের পরে 1984 সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ফ্রেড সিনোওয়াটজ ভারতে আসেন ৷ বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে এই তথ্য়ও রয়েছে ৷

ইন্দিরা গান্ধির পর আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাননি ৷ তবে 1999 সালে কে আর নারায়ণন ও 2011 সালে প্রতিভা পাটিল রাষ্ট্রপতি হিসেবে অস্ট্রিয়া সফর করেছেন ৷ অন্যদিকে 2005 সালে অস্ট্রিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশচার ও 2010 সালে অস্ট্রিয়ার তৎকালীন ভাইস চ্যান্সেলর জোশেফ প্রল ভারত সফরে এসেছিলেন ৷

সোমবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মস্কো থেকে তিনি অস্ট্রিয়া যাবেন ৷ 2021 সালের অক্টোবরে গ্লাসগোতে কোপ26 বৈঠকের সময় প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ এবার মোদি তাঁর সফরের সময় অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ও ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন ৷ এছাড়াও তিনি অস্ট্রিয়াতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন ৷

এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রিয়া গিয়েছিলেন ৷ 2022 সালের 31 ডিসেম্বর থেকে 2023 সালের 3 জানুয়ারি পর্যন্ত তিনি ওই দেশে ছিলেন ৷ সেই সময় তিনি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও সেখানকার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ সেই সময় পাঁচটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছিল দুই দেশের মধ্য়ে ৷

দুই দেশই যে এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মারের বক্তব্যেই স্পষ্ট হয়েছে ৷ দু’জনেই জানিয়েছেন যে তাঁরা ভারত ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চান ৷

সোশাল মিডিয়ায় মোদির সফর নিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার লিখেছেন, "আমি আগামী সপ্তাহে ভিয়েনায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে মুখিয়ে আছি । এই সফরটি একটি বিশেষ সম্মানের ৷ কারণ, এটি 40 বছরেরও বেশি সময়ের ব্যবধানে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর এবং একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন করছি । আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার এবং অনেক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে কথা বলার সুযোগ পাব ৷"

সোশাল মিডিয়ার মাধ্য়মে মোদিও উত্তর দেন অস্ট্রিয়ার চ্যান্সেলরকে ৷ তিনি লেখেন, ‘‘ধন্যবাদ, চ্যান্সেলর কার্ল নেহাম্মার । এই ঐতিহাসিক অনুষ্ঠান উপলক্ষে অস্ট্রিয়া সফর করা সত্যিই সম্মানের । আমি দুই দেশের মধ্যে বন্ধন জোরদার ও সহযোগিতার নতুন উপায় অন্বেষণে আমাদের আলোচনার অপেক্ষায় রয়েছি ।’’

ABOUT THE AUTHOR

...view details