জেরুজালেম, 25 অগস্ট:মধ্যপ্রাচ্যের সঙ্কট রবিবারের শুরুতেই আরও খারাপ হয়েছে ৷ কারণ, ইজরায়েল দক্ষিণ লেবাননে একের পর এক বিমান হামলা শুরু করেছে ৷ এটি ছিল হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইজরায়েলের একটি পূর্বনির্ধারিত হামলা। ইজরাইলের এয়ার স্ট্রাইক গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বানচাল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল ৷ সেই আশঙ্কাকে সত্যি করে, হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারের হত্যার 'পালটা জবাব' হিসাবে ইজরায়েলের দিকে রকেট এবং ড্রোন হামলা চালানোর কথা ঘোষণা করে হিজবুল্লাহ। প্যালেস্তাইনের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ এখন 11 তম মাসে পড়েছে। যত দিন যাচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তত ভয়ঙ্কর হয়ে উঠছে ৷
ইরান-সমর্থিত গোষ্ঠীটি গত মাসের শেষদিকে তাদের একজন শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যার ফলে উত্তর ইজরায়েলজুড়ে বিমান হামলার খবর পাওয়া গিয়েছে এবং বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটগুলিকে সেখান থেকে সরিয়ে দিতে এবং এখান থেকে বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হচ্ছে ।
ইজরায়েলের সেনাবাহিনী লেবাননে হামলা শুরু করার পর সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট রবিবার স্থানীয় সময় সকাল 6টা (ভারতীয় সময় সকাল সাড়ে 8টা) থেকে 48 ঘণ্টা দেশব্যাপী জরুরি অবস্থার ঘোষণা করেছেন ।