ইস্তানবুল, 29 জানুয়ারি: রবিবারের প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের একটি রোমান ক্যাথলিক গির্জায় দুষ্কৃতীদের হামলা ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে একনাগরিকের ৷ সশস্ত্র হামলাকারীরা স্থানীয় সময় সকাল 11টা 40 মিনিটে সারিয়ের জেলার সান্তা মারিয়া চার্চে হামলা চালায় ৷ এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে একটি বিবৃতিতে বলেছেন । তবে এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা অন্য কেউ আহত হয়েছেন কি না, তা সোশাল মিডিয়ায় উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী ৷
তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি ৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ব্যক্তির নামের আদ্যক্ষর সিটি এবং তাঁর বয়স 52 বছর ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া হামলার তীব্র নিন্দা করেছেন এবং জানিয়েছেন প্রশাসন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত চলছে ।
সোশাল মিডিয়ায় এই হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মুখোশধারী ব্যক্তি রোমান ক্যাথলিক গির্জায় প্রবেশ করছেন ৷ গির্জায় ঢুকে তারা গুলি চালায় বলে জানা গিয়েছে ৷ গির্জার সমস্ত সেবা-প্রার্থীরা ভয়ে মেঝেতে বসে পরে । দুই রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর ৷ তবে তুর্কি কর্তৃপক্ষ মিডিয়ার হামলার কভারেজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।