শিকাগো, 7 ফেব্রুয়ারি: বিদেশের মাটিতে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া ৷ স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমেরিকার শিকাগোতে ৷ তেলেঙ্গানার হায়দরাবাদের এক পড়ুয়াকে নৃশংসভাবে মারধর করার ঘটনা ঘটেছে ৷ এরপরে শিকাগোর ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ওই ভারতীয় পড়ুয়া সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কনস্যুলেটে ওই পড়ুয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, "কনস্যুলেট সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সব দিক দিয়ে সাহায্য করা হবে ৷" স্থানীয় কর্তৃপক্ষ, যারা এই ঘটনার তদন্ত করছে, তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছে কনস্যুলেট ৷
শিকাগোয় সৈয়দ মাজাহির আলিকে মারধরের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে আলির মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরছে ৷ তিনি গুরুতর জখম অবস্থায় ঘটনার বিবরণ দিচ্ছেন ৷ এদিকে আরেকটি ভিডিয়োয় শিকাগোর রাস্তায় সৈয়দ মাজাহির আলিকে কয়েকজন ধাওয়া করছে ৷ এই ভিডিয়োটি সিসিটিভি ফুটেজ বলে মনে করা হচ্ছে ৷