ওয়াশিংটন, 17 জানুয়ারি: হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলার জের ৷ ভারতীয় বংশোদ্ভূত বছর কুড়ির সাই ভর্ষিত কান্দুলাকে 8 বছরের কারাদণ্ড দিল মার্কিন বিচার বিভাগ ৷ আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্কিন সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শ দ্বারা পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য়ে এই হামলা করা হয়েছিল ৷
ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম হয় সাই ভর্ষিতের ৷ তবে আমেরিকার বাসিন্দা তিনি ৷ গ্রিন কার্ডও আছে তাঁর ৷ 2023 সালের 22 মে হোয়াইট হাউসে হামলা চালান ৷ হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন পার্ক পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন ৷ এরপর 2024 সালের 13 মে মাসে মার্কিন সম্পত্তির ইচ্ছাকৃতভাবে ধ্বংসের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় ৷
2023 সালের 22 মে বড় ট্রাক নিয়ে হামলা করেন সাই ভর্ষিত (ফাইল চিত্র)
বিচারক ড্যানি এল ফ্রেডরিক রায়দানের সময় বলেন, "রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে হোয়াইট হাউসে হামলা চালান সাই ভর্ষিত ৷ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে দেশে নাৎসি মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ৷ নিজের নেতৃত্বে সরকার গঠন করতে চেয়েছিলেন ৷ প্রয়োজনে প্রেসিডেন্ট জো বাইডেনকে খুন করারও পরিকল্পনা ছিল তাঁর ৷" আর সেকারণে সেদিনের এই হামলা বলে জানান বিচারক ৷
তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই হামলার ছক কষছিলেন সাই ভর্ষিত ৷ বড় কনভয় ও আগ্নেয়াস্ত্র-সহ নিরাপত্তারক্ষী জোগাড়ের জন্য বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সঙ্গে তিনি যোগাযোগ করেন ৷ অবশেষে ট্রাক ভাড়া করে হোয়াইট হাউসের গেটে ধাক্কা মেড়ে প্রবেশের চেষ্টা করেন তিনি ৷
হামলার জন্য সেন্ট লুইস থেকে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাই ভর্ষিত ৷ এরপরে তিনি ইউ-হল থেকে একটি ট্রাক ভাড়া করে সরাসরি হোয়াইট হাউসের বাইরের ফুটপাতে চলে যান । সেখানে হোয়াইট হাউসের উত্তর দিকে নিরাপত্তার জন্য তৈরি করা ব্যারিকেডে ধাক্কা মারে ৷ সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ধাক্কা মারে উলটো দিকে ৷ এরপর ট্রাকটি উল্টে আবার ধাক্কা মারে । এতে সতর্ক হয়ে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন।