তেল আবিব, 17 জানুয়ারি: যুদ্ধবিরতির চুক্তি মেনে দ্রুত পণবন্দিদের মুক্তি দেবে হামাস ৷ দীর্ঘ জল্পনার পর এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ইজরায়েলে প্রধানমন্ত্রী ৷
দীর্ঘ 15 মাসের যুদ্ধে ইতি টানতে মরিয়া কাতার, মিশর ও আমেরিকা ৷ আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পদে মেয়াদ শেষ হচ্ছে জো বাইডেনের ৷ এদিনই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেম ডোনাল্ড ট্রাম্প ৷ এই আবহে একাধিকবার আলোচনার পরও ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি বারবার ভেস্তে গিয়েছে ৷ সম্প্রতি কাতারে প্রতিটি পক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ফের আলোচনায় বসে ৷ কিন্তু বৈঠক শেষে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, হামাসের দাবির জন্য যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা যায়নি ৷ শেষ পর্যায়ে আটকে রয়েছে ৷
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, তাদের দাবি থেকে সরতে হবে হামাসদের ৷ আর সেটা না-হলে মন্ত্রিসভা এই চুক্তিকে ছাড়পত্র দেওয়া হবে না ৷ তবে এবার নেতানিয়াহুর দাবি, পণবন্দিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত মিলেছে হামাসের পক্ষ থেকে ৷ এই বিষয়ে ইতিমধ্যেই বন্দিদের পরিবারকেও সরকারের তরফে জানানো হয়েছে ৷ নেতানিয়াহু আরও জানান, গাজা থেকে বন্দিদের নিয়ে আসার জন্য বিশেষ একটি দল পাঠানো হবে ৷ এদিকে, বৃহস্পতিবার ইজরায়েলি হামলায় গাজায় আরও 72 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এই আবহে নেতানিয়াহুর শুক্রবার ভোরের বক্তব্যে ফের আশার আলো দেখছে দু'দেশের সাধারণ মানুষ ৷
গত 2023 সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলায় ইজরায়েলে 1 হাজার 210 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক ৷ অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গাজার ইজরায়েলের পাল্টা হামলার জেরে 46 হাজার 707 মানুষের মৃত্যু হয়েছে ৷ এক্ষেত্রেও মৃতদের অধিকাংশই সাধারণ নাগরিক ৷
উল্লেখ্য, বুধবার কাতারে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতির চুক্তির কথা ঘোষণা করেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনটি পর্যায়ে এই যুদ্ধবিরতিতে হামাস গোষ্ঠী ইজরায়েলকে অপহৃতদের ফেরত দেবে বলে জানানো হয় ৷ তার পরিবর্তে প্যালেস্তাইনের বাসিন্দাদের ইজরায়েলের কারাগার থেকে মুক্তি দেবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷ এই চুক্তি বাস্তবায়িত হলে গাজার ঘরছাড়া মানুষরা তাঁদের বাসস্থানে ফিরে আসতে পারবেন ৷ 15 মাস ধরে এই যুদ্ধ চলছে ৷ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য রাষ্ট্রসঙ্ঘ ত্রাণ পাঠালেও তা গাজার ভিতরে পৌঁছতে দেওয়া হচ্ছে না বলেই খবর ৷ চুক্তি হলে মানুষ্র কাছে ত্রাণ সামগ্রীগুলি পাবে ৷