পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

'দ্রুত ভারতে ফিরে আসুন', নির্দেশিকায় জানাল বেইরুটে ভারতীয় দূতাবাস - Indian Embassy In Beirut

Israel-Hezbollah War: ইজরায়েল-গাজা যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী লেবাননে ৷ এই পরিস্থিতিতে লেবাননে থাকা ভারতীয়দের যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক ৷

Israel-Hezbollah War
ইজরায়েল লেবানন যুদ্ধের মাঝে ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক (ছবি সৌজন্য: এপিটিএন)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 9:39 AM IST

Updated : Sep 26, 2024, 12:17 PM IST

বেইরুট, 26 সেপ্টেম্বর: ভারতীয় নাগরিকদের সতর্ক করে নির্দেশিকা জারি করল লেবাননের ভারতীয় দূতাবাস ৷ সম্প্রতি ইজরায়েল-গাজা যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লায় ৷ এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশিকা জারি না-করা পর্যন্ত ভারতীয়রা যেন লেবাননে না যান ৷ সেখানে বসবাসকারী ভারতীয়দের যত শীঘ্র সম্ভব দেশে ফিরে আসার কথা জানাল ভারতীয় দূতাবাস ৷

নির্দেশিকায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, "1 অগস্টে জারি করা নির্দেশিকার পুনরাবৃত্তিতে এই নির্দেশিকা ৷ সম্প্রতি এই এলাকায় যে ধরনের ঘটনা ঘটছে, তাতে জোর দিয়ে জানানো হচ্ছে, ভারতীয় নাগরিকরা যেন পরবর্তী নির্দেশিকা না-পাওয়া পর্যন্ত লেবাননে যাওয়া থেকে বিরত থাকেন ৷"

এরপর লেবাননে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস ৷ যাঁদের একান্তই লেবানন থেকে ফিরে আসা সম্ভব নয়, তাঁদের অত্য়ন্ত সতর্ক থাকার কথা বলেছে ভারতীয় দূতাবাস ৷ এই সময় তাঁরা যেন লেবাননের যত্রতত্র ঘুরে না বেড়ান ৷ পাশাপাশি বেইরুটে ভারতীয় দূতাবাসের সঙ্গে অনবরত যোগাযোগ রাখেন ৷ এর জন্য ই-মেইল cons.beirut@mea.gov.in এবং জরুরি ক্ষেত্রে ফোন নম্বর +96176860128 দেওয়া হচ্ছে ৷

গত বছর অক্টোবরে ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হয় ৷ অনুমান করা হয়েছিল, এই যুদ্ধে মধ্য প্রাচ্যের আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হবে ৷ ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লা প্রথম থেকেই প্যালেস্তাইনের পক্ষে ছিল ৷ সম্প্রতি পেজার বিস্ফোরণের ফলে বহু হিজবুল্লা সদস্য আহত হয় ৷ মৃত্যু হয় এক নাবালিকার ৷ এই ঘটনায় ইজরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে ৷ ইজরায়েল পালটা হামলা চালায় লেবাননে ৷

24 সেপ্টেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রী নিশ্চিত করে জানান, ইজরায়েলের সামরিক হামলায় লেবাননে কমপক্ষে 558 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে 50 জন শিশু ৷ এরপর লেবাননও প্রত্যুত্তরে ইজরায়েলের হামলা চালিয়েছে ৷ মিসাইল, রকেট আক্রমণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মধ্য প্রাচ্য ৷

Last Updated : Sep 26, 2024, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details