ভিয়েনা, 10 জুলাই: জন্মগতভাবে অস্ট্রিয়ার নাগরিক হলেও, ইব্রাহিম ভারতীয় বংশোদ্ভূত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়ায় পৌঁছানোর পর, হোটেলে তাঁর সামনে ভারতের জাতীয় গান 'বন্দেমাতরম' পারফর্ম করেন একদল সঙ্গীত শিল্পী এবং অর্কেস্ট্রা আর্টিস্ট ৷ সেই দলে ছিলেন ইব্রাহিম ৷ প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম্যান্সের অভিজ্ঞতা তাঁর কাছে 'অসাধারণ' ও অনেক বেশি সম্মানের বলে জানিয়েছেন ইব্রাহিম ৷
সংবাদসংস্থা এএনআই-কে ভারতীয় বংশোদ্ভূত এই অর্কেস্ট্রা শিল্পী জানিয়েছেন, তাঁরা বেশ কয়েকদিন ধরে এই পারফর্ম্যান্সের প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এমনকি এটা অস্ট্রিয়া এবং তাঁদের অর্কেস্ট্রা গ্রুপের কাছে অনেক বড় সুযোগ বলে উল্লেখ করেছেন তিনি ৷ এএনআই-কে ইব্রাহিম বলেন, "এটা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা ছিল ৷ দারণ উপভোগ করেছি ৷ এটা আমার কাছে অনেক বেশি সম্মানের ৷ আমি অনেকদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ৷ অর্কেস্ট্রার সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল ৷ কিন্তু, তার বাইরে আমি বাড়িতেও আমি অনুশীলন করেছি ৷ আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ৷ কারণ, এটা অস্ট্রিয়া ও আমাদের অর্কেস্ট্রার জন্য অনেক বড় সুযোগ ছিল ৷"