হায়দরাবাদ: ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা লাভা লঞ্চ করেছে নতুন লাভা Yuva 4 ৷ এক ঝলক দেখলে যেকোনও মূহুর্তে আইফোন বলে ভুল হতে পারে ৷ কথায় বলে না নামে কি আসে যায়, লাভার এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি যেকোনও দামি ফোনের থেকে কোনও অংশে কম নয় ৷ এটি 4GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে ৷ চাইলে এখনই ফোনটি কিনতে পারবেন ক্রেতারা ৷ দাম মাত্র 7 হাজারের মধ্যে ৷
তিনটি রঙে পাওয়া যাচ্ছে: নতুন লাভা Yuva 4 স্মার্টফোনে রয়েছে UNISOC T606 চিপসেট । সি হোয়াইট, গ্লসি পার্পল এবং গ্লসি ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে । দাম মাত্র 6 হাজার 999 টাকা ৷ শুধু যে রঙে বৈচিত্র এসেছে তা নয়, এই মডেলেটির লুকেও প্রিমিয়াম মডেলের ছোঁয়া রয়েছে ৷
লাভা Yuva 4: লাভার এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট-সহ একটি 16.55 সেমি (6.56 ইঞ্চি) HD+ ডিসপ্লে রয়েছে । এটি ব্যবহারকারীদের সিনেমা দেখার সময় আরও ভালো অভিজ্ঞতার সম্নুখীন করবে । এতে UNISOC T606 চিপ থাকায় হ্যাং করে যায় না ৷ ফোনেটি ইউজার ফ্রেন্ডিলি ৷
লাভা ইউভা 4 ব্যাটারি: এই ফোনে 5000mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে । ফলে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে ৷ ঘণঘণ চার্জে না দিয়েই ফোনটিকে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন । 4GB+4GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে ৷ মেমোরি যে অনেক থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যারে চলে এবং এর ইউজার ইন্টারফেস খুবই বোঝা সহজ।
লাভা ইউভা 4 ক্যামেরা: লাভা ইউভা 4-এ 50 এমপি রিয়ার ক্যামেরা এবং একটি 8 এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। যার কারণে ব্যবহারকারীরা খুব ভালো ছবি ও সেলফি তুলোরা সুযোগ পাবেন। এটির পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যাতে সহজেই ফোনটিকে আনলক করা যায় ।