ETV Bharat / international

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিল বাংলাদেশ হাইকোর্ট - EX PM KHALEDA ZIA ACQUITTED

দুর্নীতির মামলায় মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলায় তিনি দোষী সাব্যস্ত হন ৷

Ex-Bangladesh PM Zia acquitted
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Nov 27, 2024, 7:19 PM IST

ঢাকা, 27 নভেম্বর: সাজা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি'র (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে ৷ দুর্নীতির মামলায় তাঁকে সাত বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দেশেরই এক নিম্ন আদালত ৷

2018 সালে ঢাকার একটি আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদাকে দোষী সাব্যস্ত করে ৷ সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আওয়ামী লীগের সরকারের আমলে তাঁর 7 বছরের জেল হেফাজতের আদেশ দেয় আদালত ৷ পাশাপাশি তাঁকে 1 মিলিয়ন বাংলাদেশি মুদ্রা জরিমানা করা হয় ৷

বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার শাস্তি মকুব করে ৷ এই মামলায় অন্য দুই অভিযুক্তকেও মুক্তি দিয়েছে আদালত ৷

ডেইলি স্টার নিউজ পোর্টাল জানিয়েছে, খালেদা জিয়া ছাড়া অন্য তিন জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর জন্য অর্থ সংগ্রহ করেছেন ৷ কোথা থেকে এই অর্থ জোগাড় করা হয়েছে, তা জানা যায়নি ৷ 2011 সালে তেজগাঁও থানা এবং অ্যান্টি-করাপশন কমিশন একযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে ৷

জিয়া অরফ্যানেজ ট্রাস্টের এই দুর্নীতির মামলায় বাংলাদেশের একটি বিশেষ আদালত তাঁর পাঁচ বছরের কারাবাসের সাজা ঘোষণা করে ৷ এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সনকে ওল্ড ঢাকা সেন্ট্রাল জেলে পাঠানো হয় ৷ 30 অক্টোবর তাঁর শাস্তির মেয়াদ বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট ৷ এরপর তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন ৷

2020 সালে কোভিডকালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার তাঁকে সাময়িক জেল থেকে মুক্তি দেয় ৷ খালেদা জিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁকে বাড়ি গুলশন হাউজে থাকার অনুমতি দেওয়া হয় ৷ কিন্তু একটাই শর্তে যে এই অবস্থায় তিনি দেশ ছাড়তে পারবেন না ৷

চলতি বছরের 5 অগস্ট, প্রবল বিক্ষোভ ও চাপের মুখে দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের আদেশে জিয়া পুরোপুরি মুক্ত হন ৷ 1991 সালের মার্চ মাস থেকে 1996 সালের মার্চ পর্যন্ত খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ৷ এরপর 2001 সালের জুন থেকে 2006-এর অক্টোবর পর্যন্ত ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন খালেদা জিয়া ৷

ঢাকা, 27 নভেম্বর: সাজা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি'র (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে ৷ দুর্নীতির মামলায় তাঁকে সাত বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দেশেরই এক নিম্ন আদালত ৷

2018 সালে ঢাকার একটি আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদাকে দোষী সাব্যস্ত করে ৷ সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আওয়ামী লীগের সরকারের আমলে তাঁর 7 বছরের জেল হেফাজতের আদেশ দেয় আদালত ৷ পাশাপাশি তাঁকে 1 মিলিয়ন বাংলাদেশি মুদ্রা জরিমানা করা হয় ৷

বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার শাস্তি মকুব করে ৷ এই মামলায় অন্য দুই অভিযুক্তকেও মুক্তি দিয়েছে আদালত ৷

ডেইলি স্টার নিউজ পোর্টাল জানিয়েছে, খালেদা জিয়া ছাড়া অন্য তিন জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর জন্য অর্থ সংগ্রহ করেছেন ৷ কোথা থেকে এই অর্থ জোগাড় করা হয়েছে, তা জানা যায়নি ৷ 2011 সালে তেজগাঁও থানা এবং অ্যান্টি-করাপশন কমিশন একযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে ৷

জিয়া অরফ্যানেজ ট্রাস্টের এই দুর্নীতির মামলায় বাংলাদেশের একটি বিশেষ আদালত তাঁর পাঁচ বছরের কারাবাসের সাজা ঘোষণা করে ৷ এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সনকে ওল্ড ঢাকা সেন্ট্রাল জেলে পাঠানো হয় ৷ 30 অক্টোবর তাঁর শাস্তির মেয়াদ বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট ৷ এরপর তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন ৷

2020 সালে কোভিডকালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার তাঁকে সাময়িক জেল থেকে মুক্তি দেয় ৷ খালেদা জিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁকে বাড়ি গুলশন হাউজে থাকার অনুমতি দেওয়া হয় ৷ কিন্তু একটাই শর্তে যে এই অবস্থায় তিনি দেশ ছাড়তে পারবেন না ৷

চলতি বছরের 5 অগস্ট, প্রবল বিক্ষোভ ও চাপের মুখে দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের আদেশে জিয়া পুরোপুরি মুক্ত হন ৷ 1991 সালের মার্চ মাস থেকে 1996 সালের মার্চ পর্যন্ত খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ৷ এরপর 2001 সালের জুন থেকে 2006-এর অক্টোবর পর্যন্ত ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন খালেদা জিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.